New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/10/5uHIClF1q3Nre2e4bEw8.jpg)
ফেসবুক- মেসেঞ্জারে 'টিন অ্যাকাউন্ট'
Teen Accounts To Facebook Messenger: সোশ্যাল মিডিয়ার প্রতি বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে। তাদের নিরাপত্তার স্বার্থে এবার মেটা নিয়ে আসছে 'টিন অ্যাকাউন্ট'।
ফেসবুক- মেসেঞ্জারে 'টিন অ্যাকাউন্ট'
Children Online Safety Regulatory Push: বর্তমান প্রজন্মের বাচ্চারা প্রযুক্তিগতভাবে অনেকটাই উন্নত। মোবাইল ফোনের ব্যবহার যেন ওদের কাছে একেবারে জলভাত। স্কুলে যাওয়া শুরুর সঙ্গে সঙ্গে ফোনের ব্যবহারেও একেবারে ওস্তাদ হয়ে ওঠে। ফেসবুক, ইনস্টাগ্রামের বিষয়ে তো এখন যেন বাড়ির বড়দের থেকে ছোটদের জ্ঞান বেশি। এইরকম পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার বিষয়টাও খেয়াল করতে হবে। অনলাইনে এমন অনেক জিনিস থাকে যা প্রাপ্তবয়স্কদের জন্য। সেই জায়গায় যাতে কখনই বাচ্চারা পৌঁছতে না পারে সেই দিকে আলোকপাত করেছে মেটা। অনলাইনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে মেটাকে। এরপরই ফেসবুক মেসেঞ্জারে তাদের "টিন অ্যাকাউন্টস" ফিচারটি চালু করছে।
সংস্থার তরফে জানানো হয়েছে গত বছর ইনস্টাগ্রামে ইতিমধ্যেই সেই ব্যবস্থা চালু করা হয়েছে। বাচ্চাদের জন্য প্রাইঊভেসি সেটিং আরও জোড়াল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কতটা সময় তারা ব্যায় করছে সেই কন্ট্রোল থাকে মা-বাবাদের হাতে। কেন এটা গুরুত্বপূর্ণ? মেটা বাচ্চাদের নিরাপত্তার বিষয়টা দেখছে। কিডস অনলাইন সেফটি অ্যাক্ট (KOSA) এর মতো একটি আইন আনা হচ্ছে যা শিশুদের সোশ্যাল মিডিয়ার ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে। মেটা, বাইটড্যান্সের টিকটক এবং গুগলের ইউটিউব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার প্রতি শিশুদের আসক্ত হওয়ার বিষয়টি নিয়ে শিশুর পরিবার এবং স্কুল পক্ষ থেকে দায়ের করা একাধিক মামলার মুখোমুখি।
২০২৩ সালে, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক সহ ৩৩টি মার্কিন রাজ্য কোম্পানির বিরুদ্ধে মামলা করে তার প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য। মেটা জানিয়েছে যে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের লাইভে আসার আগে তাদের বাবা-মায়ের অনুমতি নিতে হবে। নগ্ন ছবিগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেওয়ার একটি ব্যবস্থাও করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এই আপডেটগুলি সক্রিয় হবে।
২০২৪ সালের জুলাইয়ে মার্কিন সিনেট দুটি অনলাইন সুরক্ষা বিল - KOSA এবং দ্য চিলড্রেন অ্যান্ড টিনস' অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট - উত্থাপন করে। সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে শিশু এবং কিশোর-কিশোরীদের উপর অনলাইন প্ল্যাটফর্মগুলো কেমন প্রভাব ফেলছে তার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।
গত বছর ভোটের জন্য রিপাবলিকান-নেতৃত্বাধীন হাউস KOSA-কে আনার স্বীকৃতি দেয়নি,। কিন্তু, গত মাসের শেষের দিকে একটি কমিটির শুনানিতে পরামর্শ দিয়েছিল যে তারা এখনও অনলাইনে শিশুদের সুরক্ষার জন্য নতুন আইন নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলি ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের সাইন আপ করার অনুমতি দেয়।