২০১৬ সাল থেকে ভারতে ব্যবসা করছে শাওমি। কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড এমআই। সম্প্রতি কোম্পানির তরফে জানান হয়েছে শীর্ঘ্রই লঞ্চ হবে এমআই টেন।
দীর্ঘ চার বছর ধরে ব্যবসা করার পর সংস্থা লঞ্চ করতে চলেছে ফাইভ জি ফোন, এমআই টেন। মূলত রিয়েলমিকে টেক্কা দিতেই এই ফল্যাগশিপ ফোন লঞ্চে শাওমি।
শাওমির তরফে ঘোষণা করা হয়েছে, ৩১ মার্চ লঞ্চ হবে এমআইটেন। সম্প্রতি ভারতে এই ফোন এক নম্বর হতে পারে বলে মনে করছে কোম্পানি। বাজেট ফ্রেন্ডলি সঙ্গে প্রয়োজনীয় ও আকর্ষণীয় ফিচার থাকবে এমআই টেনে। পাশাপাশি এই ফোনে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
শাওমির ডিরেক্টর মানু কুমার জেইনের কথায়, " Mi 10 বাজার চলতি সমস্ত ফোনের থেকে পৃথক"। তবে ফোনের দাম তুলনামূলক যে খুব একটা কম হবে না তার ইঙ্গিত দিয়েছেন তিনি। কারণ তিনটি বিষয় মানু কুমার জেইন উল্লেখ করেছেন, তা হল, সরাসরি আমদানি, উচ্চ মুল্যের জিএসটি এবং টাকার দাম পরে যাওয়া। উল্লেখ্য,এপ্রিল মাস থেকে ফোন কিনতে গেলে আপনাকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন