ফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই সেই পরিকল্পনার বাস্তবায়ন করে ফেলুন। কারণ শাওমি তার এমআই ও রেডমি সিরিজে দিচ্ছে দুর্দান্ত ছাড়। কাজেই আপনার সাধের ফোন চলে আসছে আপনার সাধ্যে। তাই দেরি না করে চট জলদি ঢুঁ দিন শাওমির ই কমার্স ওয়েবসাইটে। ২৩ জুলাই থেকে ২৫ জুলাই অবধি চলবে এই সেল। এমআই-এর হোমস, স্টোর ও নিকটবর্তী এমআই-এর দোকান থেকে কিনতে পারবেন ছাড় সহ মনের গ্যাজেট।
রেডমির জন্মদিন উপলক্ষে Redmi 7 পেয়ে যাবেন মাত্র ৭,৪৯৯ টাকায়। এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছে ফোনটি। ২জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের কম্বিনেশনের মডেলটিই পাবেন এখানে। ফোনটিতে রয়েছে ডিউড্রপ নচ ডিসপ্লে, গ্লাস বডি। স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসরে চলা Redmi 7 এ রয়েছে ১২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে ৪০০০ mAh এর ব্যাটারি।
আরও পড়ুন: এখন কী অবস্থায় আছে চন্দ্রযান-২?
একইসঙ্গে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi Y3। এই সেলে ফোনটির ৩জিবি র্যাম/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেল ও ৪জিবি র্যাম/৬৪ জিবি মডেলটি পেয়ে যাবেন ৮,৯৯৯ এবং ১০,৯৯৯ টাকায়। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেল যার মধ্যে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার। স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেটে চলা ফোনটিতে আছে ৪০০০ mAh ব্যাটারি ও ১২+২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
৪৮ মেগাপিক্সেলের Redmi Note 7S ফোনেও পেয়ে যাবেন ছাড়। রেডমির জন্মদিনে ৩জিবি/৩২ জিবি এবং ৪জিবি/৬৪জিবি মডেলেটি দাম থাকছে ৯,৯৯৯ এবং ১১,৯৯৯ টাকা। এছাড়া Poco F1 (৬জিবি/১২৮ জিবি) দাম ১৮,৯৯৯ টাকা ও (৮জিবি/২৫৬জিবি) দাম ২২,৯৯৯ টাকা। Redmi 6 Pro (৪জিবি/৬৪জিবি) দাম ৯,৯৯৯ টাকা। Redmi Note 5 Pro (৬জিবি/৬৪ জিবি) দাম ১১,৯৯৯ টাকা।
Mi LED TV 4A Pro ৩২-ইঞ্চি পেয়ে যাবেন ১২,৪৯৯ টাকায়। Mi LED TV 4A Pro ৪৩ ইঞ্চি ও Mi LED TV 4X Pro ৫৫ ইঞ্চি দাম থাকছে ২১,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা। সুতরাং এমআই-এর যাবতীয় প্রোডাক্ট জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন আকর্ষণীয় দামে।