Mobile phone exploded: শপিংয়ের সময় পকেটে থাকা ফোনে মারাত্মক বিস্ফোরণ, জ্বলে উঠল জিন্স, জখম তরুণী

Mobile phone exploded: শপিংয়ের সময় পকেটে থাকা ফোনে মারাত্মক বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক তরুণী। মর্মান্তিক এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন মানুষজন।

author-image
IE Bangla Tech Desk
New Update
mobile phone blast

শপিংয়ের সময় পকেটে থাকা ফোনে মারাত্মক বিস্ফোরণ, জ্বলে উঠল জিন্স, জখম তরুণী Photograph: (ফাইল ছবি)

Mobile phone exploded:  শপিংয়ের সময় পকেটে থাকা ফোনে মারাত্মক বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক তরুণী। মর্মান্তিক এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন মানুষজন। 

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বাজারে সবজি কিনছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার পকেটে রাখা মোবাইল ফোনটিতে হয় মারাত্মক বিস্ফোরণ। ঘটনাটি ব্রাজিলের বলে জানা গিয়েছে। পাশাপাশি এটিও জানা গিয়েছে মহিলার পিছনের পকেটে রাখা Motorola Moto E32!  ফোনটিতে বিস্ফোরণের জেরে ওই মহিলার জিন্সে আগুন ধরে যায়। তাতে ওই মহিলাও গুরুতরভাবে দগ্ধ হন। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নেওয়া যাক কেন মোবাইল ফোনে কেন বিস্ফোরণ ঘটে?  

ব্যাটারির কারণে বিস্ফোরণ ঘটে
আজকাল, বেশিরভাগ স্মার্টফোন লিথিয়াম-আয়ন ব্যাটারিতে চলে। এই ব্যাটারির ভেতরে ইলেকট্রোড থাকে। চার্জ করার সময় এগুলো ভারসাম্য বজায় রাখে। এর ফলে ফোনটি সঠিকভাবে চার্জ হতে পারে। কিন্তু যখন ব্যাটারিতে সামান্য ত্রুটি থাকে তখনই ব্যাটারির ভেতরে রাসায়নিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এর ফলে ফোনটি বিস্ফোরিত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই, ব্যাটারির ত্রুটির কারণে ফোন বিস্ফোরণ বা আগুন লাগে।

অতিরিক্ত গরম থেকে রক্ষা করুন
দ্বিতীয় কারণটি ফোনের গরম হওয়া।এছাড়াও, যদি ফোনটি দীর্ঘক্ষণ রোদে রাখা হয় অথবা কোনও ম্যালওয়্যারের কারণে প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পড়ে, তাহলেও ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে ফোনটিতে বিস্ফোরণ ঘটে। 

Advertisment

ফোনের ব্যাটারি যদি কয়েক বছরের পুরনো হয়, তাহলে বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে, আপনি এই পরামর্শগুলি অনুসরণ করতে পারেন। যাতে আপনার ফোনটি বিস্ফোরিত না হয়। ফোনটি কখনোই বেশিক্ষণ রোদে রাখবেন না। ব্যাটারি অতিরিক্ত চার্জ করা এড়িয়ে চলুন। 

এই ধরনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে স্মার্টফোনের মতো ডিভাইসগুলিকে গোটা রাত চার্জে রেখে দেওয়া কতটা বিপজ্জনজ। বিশেষ করে সোফা বা বিছানার মতো স্থানে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে রাতে ঘুমানোর সময় ফোন চার্জিংয়ে রাখা উচিত নয়। এছাড়াও, স্মার্টফোন চার্জ করার সময় বিছানা, সোফা, পর্দা ইত্যাদির মতো দাহ্য বস্তুর কাছে ফোন রাখা উচিত নয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে, ব্যবহারকারীদের শুধুমাত্র অরিজিন্যাল চার্জার ও ব্যাটারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 

smartphone