Budget 2024: মঙ্গলবার (২৩ জুলাই) কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে নজর ছিল গোটা দেশের। বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
আয়কর স্ল্যাবে বড় পরিবর্তনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি টেকপ্রেমীদের জন্য এক দুর্দান্ত ঘোষণা করেছেন তিনি। সীতারমণ বাজেট বক্তৃতায় মোবাইল ফোনের দাম কমার ইঙ্গিত দিয়েছেন। মোবাইল ফোনের পাশাপাশি কমতে চলেছে মোবাইলের চার্জারের দামও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, যে গত ৬ বছরে দেশীয় উৎপাদন অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন - < Union Budget 2024: পূর্ব ভারতের জন্য ‘মিশন পূর্বোদয়া’, বাজেটে বিরাট ঘোষণা নির্মলা সীতারমণের >
অর্থমন্ত্রী আরও বলেন, অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে মোবাইল যন্ত্রাংশ, গ্যাজেট ও পিভিসি তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর শুল্ক ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বলা যেতে পারে নতুন স্মার্টফোন এবং চার্জার এবার থেকে আরও সস্তায় কিনতে পারবেন মানুষ।
শুল্ক কমানোর পর এখন অনেকটাই কমতে পারে মোবাইল ফোন এবং চার্জারের দাম। তথ্য দিতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, ভারতে মোবাইল ফোনের উৎপাদন তিন গুণ বেড়েছে।