Advertisment

Monsoon sale: বর্ষায় 'ব্র্যান্ডেড' এসির দাম কমল! অবিশ্বাস্য অফারে এবার হবে বিপুল সাশ্রয়

জলের দামে কিনুন ব্র্যাণ্ডেড প্রিমিয়াম এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Eminent doctors are warning about running AC in monsoon

AC Machine: এসি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর।

Monsoon sale: বর্ষায় 'ব্র্যান্ডেড' এসির দাম ব্যাপকভাবে কমেছে। অবিশ্বাস্য অফারে এবার বিপুল সাশ্রয়। ফ্লিপকার্টে চলছে অ্যাপ্লায়েন্স বোনানজা সেল। 9 ই জুলাই শুরু হয়েছিল এই সেল এবং আজ অর্থাৎ 14 জুলাই শেষ হবে এই সেলের। খুব কম দামে টিভি, ফ্রিজ, কুলার, এসি, ওয়াশিং মেশিন কিনতে পারবেন ক্রেতারা। সেলের অধীনে গ্রাহকরা ৮০ শতাংশ ডিসকাউন্টে অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন।

Advertisment

প্রিমিয়াম রেঞ্জের AC মাত্র 27,990 টাকা থেকে শুরু। পাশাপাশি আপনি যদি ওয়াইফাই স্মার্ট এসি কিনতে চান, তাহলে এর জন্য আপনাকে দিতে হবে মাত্র 26,990 টাকা। বাজারে কিছু এয়ার কন্ডিশনার রয়েছে যেগুলি তাপমাত্রা 50 ডিগ্রি থাকা সত্ত্বেও শীতলতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। তাই এই ধরনের এসি আপনি প্রতি মাসে 2,449 টাকার ইএমআইতে কিনতে পারেন। আপনি যদি কেনাকাটার জন্য HDFC কার্ড ব্যবহার করেন তবে আপনি 4,000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন।

আরও পড়ুন- < xiaomi smart band 9: বাজারে সুনামি তুলতে আসছে Xiaomi Smart Band 9, সিঙ্গেল চার্জে চলবে টানা তিন সপ্তাহ! >

আপনি1.2 টন বা তার কম ওজনের একটি এসির সন্ধান করেন তাহলে আপনাকে প্রতি মাসে 2,499 টাকার ইএমআই দিতে হবে। এছাড়াও, আপনি যদি অত্যাধুনিক এসি বাড়িতে আনার কথা ভাবছেন, তবে এখানে আপনার জন্য একটি ডিল রয়েছে। 26,490 টাকা থেকে শুরু হতে চলেছে MarQ, Panasonic-এর মতো বড় ব্র্যান্ডের এসি। আপনি যদি একটি শক্তি সাশ্রয়ী এসি কেনার কথা ভাবছেন যা বিদ্যুৎ সাশ্রয় করে, তাহলে এটির জন্য আপনাকে দিতে হবে 30,990 টাকা। আপনি যদি আপনার পুরানো AC এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি 7,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Air Conditioner Flipkart sale
Advertisment