২৮ দিনের বদলে ৩০ দিনের মেয়াদের প্ল্যানের সন্ধান করছেন?Jio, Airtel, Vi, BSNL সস্তার তালিকায় শীর্ষে কে?

২৮ দিনের বদলে ৩০ দিনের মেয়াদের পরিবর্তে পুরো এক মাসের বৈধতার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? তাহলে Jio, Airtel, Vi এবং BSNL আপনাকে দিচ্ছে বেশ কিছু সাশ্রয়ী বিকল্প।

২৮ দিনের বদলে ৩০ দিনের মেয়াদের পরিবর্তে পুরো এক মাসের বৈধতার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? তাহলে Jio, Airtel, Vi এবং BSNL আপনাকে দিচ্ছে বেশ কিছু সাশ্রয়ী বিকল্প।

author-image
Sayan Sarkar
New Update
Jio vs Airtel vs Vi 5G plans July 2025, cheapest 5G prepaid plans India, Jio unlimited data plan, Airtel 5G offers, Vi prepaid comparison, 2025 best 5G plan India, Jio Airtel Vi benefits comparison, long term 5G plan India, unlimited 5G data prepaid, telecom plan war 2025

২৮ দিনের বদলে পান৩০ দিনের মেয়াদ

 আপনি কি ২৮ দিনের প্ল্যানের পরিবর্তে পুরো এক মাসের বৈধতার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? তাহলে Jio, Airtel, Vi এবং BSNL আপনাকে দিচ্ছে বেশ কিছু সাশ্রয়ী বিকল্প।   ৩০ দিনের মেয়াদের রিচার্জ  প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে প্রতি মাসে একই তারিখে রিচার্জ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোন মাসের ২২ তারিখে রিচার্জ করেন, তাহলে আপনাকে পরের মাসের ২২ তারিখেই রিচার্জ করতে হবে। 

Advertisment

আরও পড়ুন-কালীপুজোর পর ব্যাপক বায়ুদূষণ! চিন্তা দূর করে বাজারে দুর্দান্ত এয়ার পিউরিফায়ার!

BSNL, Airtel, Jio এবং Vi- তার ইউজারদের জন্য পুরো এক মাসের মেয়াদে সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত- 

Advertisment

BSNL-এর ২২৯ টাকার মাসিক প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য সাশ্রয়ী একটি বিকল্প। এই প্ল্যানে ব্যবহারকারীরা সকল নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। 

এয়ারটেলের ৩১৯ টাকার মাসিক প্ল্যানেও পুরো এক মাসের বৈধতা রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটার পাশাপাশি অ্যাপল মিউজিক, ৩০ জিবি ক্লাউড স্টোরেজ সহ গুগল ওয়ান এবং হ্যালোটিউনসের মতো সুবিধাও রয়েছে।

আরও পড়ুন- বাতাসে বিষ! শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘরে বসেই আপনার চারপাশের AQI পরীক্ষা করুন, জানুন পদ্ধতি

জিওর ৩১৯ টাকার মাসিক প্ল্যানও ৩০ দিনের ভ্যালিডিটি প্রদান করে। ব্যবহারকারীরা এতে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং দৈনিক ১.৫ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও, জিও টিভি এবং জিও এআই ক্লাউডের মতো সুবিধা রয়েছে।

Vi-এর ৩৭৯ টাকার প্রিপেইড প্ল্যান তুলনামূলকভাবে একটু বেশি দামি হলেও বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এতে সীমাহীন কল, প্রতিদিন ৩০০টি এসএমএস এবং দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি অর্ধ-দিনের আনলিমিটেড ডেটা, সপ্তাহান্তে ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং সীমাহীন 5G ডেটার সুবিধা রয়েছে।

আরও পড়ুন- ভাইফোঁটার বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দী করুন, এই স্মার্টগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

Jio-Airtel-Vi BSNL JiO airtel vi jio jio