Advertisment

চাঁদেও ভুমিকম্প? প্রজ্ঞানের পাঠানো তথ্যে অবাক ইসরোর বিজ্ঞানীরা

ঘটনাটির বিষয়ে জানার চেষ্টা করছেন ইসরো বিজ্ঞানীরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
RAMBHA-LP full form, RAMBHA-LP meaning, what is Langmuir Probe, Lander Vikram, Chandrayaan mission 3",

ভারতের মিশন চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু থেকে ক্রমাগত নতুন তথ্য পাঠাচ্ছে ইসরোকে।

ভারতের মিশন চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু থেকে ক্রমাগত নতুন তথ্য পাঠাচ্ছে ইসরোকে। সম্প্রতি চাঁদের মাটি থেকে তোলা বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানের অনেক ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরো। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তাতে চমকে উঠেছে ইসরোর বিজ্ঞানীরা। চাঁদে ভূমিকম্পের খবর পেয়েছে ইসরো। তবে যে তথ্য সামনে এসেছে তা ভূমিকম্প নাকি অন্য কিছু তা নিয়ে এখনও কিছু নির্দিষ্ট করে জানায়নি ইসরো। হয়নি। লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এমন একটি ইভেন্টের রিপোর্ট করেছে যা একটি প্রাকৃতিক ঘটনার সাথে সামান্য সাদৃশ্যপূর্ণ বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

Advertisment

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আমরা সমস্ত সূত্র খতিয়ে দেখছি। ন্যাশনাল স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে যে আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোস্কোপ (এপিএক্সএস) যন্ত্রটি চাঁদে অক্সিজেনের পাশাপাশি আরও কিছু ছোট উপাদান শনাক্ত করেছে।

চাঁদে পাঠানো প্রজ্ঞান রোভারে ইনস্টল করা মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) চাঁদে ঘটছে এমন অনেক ধরণের গতিবিধি শনাক্ত করার কাজ করেছে। এমনই একটি ঘটনা ২৬শে আগস্ট রেকর্ড করা হয়েছে যা সম্পূর্ণ স্বাভাবিক। ঘটনাটি জানার চেষ্টা করছেন ইসরো বিজ্ঞানীরা।

চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান রোভারে লাগানো LIBS ডিভাইসটি এর আগে চাঁদে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। ISRO-র তরফে জানানো হয়েছে যে রোভারের স্পেকট্রোস্কোপের পূর্বাভাস অনুযায়ী অ্যালুমিনিয়াম (A), ক্যালসিয়াম (C), আয়রন (Fe), ক্রোমিয়াম (Cr), টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেন শনাক্ত করা হয়েছে। ইসরো জানিয়েছে, এখন আমাদের চেষ্টা হাইড্রোজেন খুঁজে বের করা।

ISRO
Advertisment