Advertisment

Most Affordable 5G Smartphone: সস্তায় 5G স্মার্টফোন, Jio কে টেক্কা Airtel-এর? তোলপাড় ফেলা খবর প্রকাশ্যে

জিওকে এবার টেক্কা দিতে চলেছে Airtel! আনতে চলেছে সবচেয়ে সাশ্রয়ী 5G ফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
cheapest 5g phone,jio phone 5g,jio 5g phone,most affordable 5g phone,most affordable 5g phone in india,airtel,poco

জিওকে এবার টেক্কা দিতে চলেছে Airtel! আনতে চলেছে সবচেয়ে সাশ্রয়ী 5G ফোন।

Most Affordable 5G Phone: জিওকে এবার টেক্কা দিতে চলেছে Airtel! আনতে চলেছে জলের দামে 5G স্মার্টফোন। দিন কয়েক আগেই মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে শীঘ্রই ভারতের বাজারে ১০ হাজারের কম দামে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জিও। যার ফলে 5G পরিষেবার ক্ষেত্রে বিল্পব আসবে বলেই টেক বিশেষজ্ঞদের ধারণা। এর জন্য জিও কোয়ালকমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছে। তবে এবার জিওকে রীতিমর টেক্কা দিতে আরও সস্তায় 5G স্মার্টফোন বাজারে আনছে এবার Airtel। এর জন্য ইতিমধ্যেই POCOএর সঙ্গে একসঙ্গে কাজ করা কথাও জানানো হয়েছে।

Advertisment

সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G ফোন অর্থাৎ সবচেয়ে সস্তা 5G ফোন ভারতে আসতে চলেছে। আপনি জেনে অবাক হবেন সস্তায় 5G ফোনে এবার Jio কে বড় টেক্কা দিতে চলেছে Airtel!

Airtel-ই আনতে চলেছে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন। এরজন্য POCO-এর সাথে অংশীদারিত্ব করেছে সংস্থা। Poco এবং Airtel-এর মধ্যে অংশীদারিত্ব সম্পর্কে তথ্য Poco ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

POCO ইন্ডিয়ার কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এর মাধ্যমে জানিয়েছেন যে একটি সস্তা 5G ডিভাইস বাজারে আনতে চলেছে সংস্থা। এর জন্য টেলিকম অপারেটর এয়ারটেলের সঙ্গে পার্টনারশিপ করেছে তারা। POCO M6 5G ফোনটি বর্তমানে ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। এর দাম মাত্র 9,999 টাকা। যাতে 4GB RAM + 128GB স্টোরেজ বিকল্প রয়েছে। যেখানে ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ Flipkart-এ 10,999 টাকায় এবং 8GB RAM + 256GB স্টোরেজ 11,999 টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে জিও ভারতে শীঘ্রই একটি নতুন 5G স্মার্টফোন আনতে চলেছে। এই ফোনটি Qualcomm এর লেটেস্ট চিপসেটের সঙ্গে লঞ্চ হবে। Qualcomm-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, এই ফোনটি বিশেষভাবে ভারতীয় বাজারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যাতে লোকেরা সহজেই 4G থেকে 5G-তে আপগ্রেড করতে পারে।

Qualcomm কর্মকর্তারা বলছেন যে তাদের নতুন সস্তার চিপসেটের জন্য ভারতের কোটি কোটি 2G ব্যবহারকারী সরাসরি 5G স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। যা মোবাইল বাজারে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাভি সোইন জোর দিয়ে বলেন, সাশ্রয়ী মূল্যের 5G ডিভাইসগুলিকে সফল করতে Jio-এর মতো সংস্থার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।

jio airtel
Advertisment