Most Expensive Bike In India: ভারতের টু হুইলারের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। বাজারে অনেক ব্র্যান্ডের বাইক পাওয়া গেলেও জানেন কী ভারতের বাজারে সবচেয়ে দামি বাইক কোনটি?
বাজারে জনপ্রিয় বাইকগুলির মধ্যে Hero, Honda, TVS, Bajaj থেকে Ducati, Kawasaki এবং Triumph অনেক মডেল রয়েছে। এছাড়াও ভারতে অনেক বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বাড়ছে ব্যাটারি চালিত বাইকের কদর। আমাদের দেশে প্রতি মাসে অনেক নতুন নতুন বাইক লঞ্চ করছে। উৎসবের মরসুমে বাইকের চাহিদা আকাশছোঁয়া। আর সেই চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিগুলি নিত্য নতুন ফিচার্সের অত্যাধুনিক সব বাইক নিয়ে বাজারে হাজির হয়েছে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন ভারতে পাওয়া সবচেয়ে দামি বাইক সম্পর্কে।
হুঁশ উড়ে যাবে! নভেম্বরে বাজার কাঁপাতে আসছে একের পর সেরা স্মার্টফোন, দেখুন তালিকা
ভারতের সবচেয়ে দামি বাইক
স্রেফ একটা বাইকের দামে আপনি কিনতে পারবেন তিন থেকে চারিট চারচাকা। টয়োটা ফরচুনার, ইনোভার মত দামি গাড়ি কেনা যাবে এই বাইকের দামে। সবচেয়ে দাম বাইকের অনরোড মূল্য জানলে ভিরমি খেতে বাধ্য হবেন আপনিও। ভারতের সবচেয়ে দামি বাইক হল Kawasaki H2R। এই বাইকের এক্স-শোরুম মূল্য 79.90 লক্ষ টাকা। অন-রোড মূল্য প্রায় 90 লাখ টাকা। Kawasaki H2R এর এই দামে Toyota Fortuner, যেখানে ইনোভা ক্রিস্টা, Tata Curve-এর মত দামি মডেলের চারচাকা অনায়াসেই কেনা যাবে।
Kawasaki H2R শুধুমাত্র ভারতে মিরর কোটেড ম্যাট স্পার্ক ব্ল্যাক রঙে পাওয়া যায়। এই বাইকটিতে একটি 998 cc লিকুইড-কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 14,000 rpm-এ 240 kW শক্তি প্রদান করে এবং 12,500 rpm-এ 165 Nm টর্ক জেনারেট করে৷ বাইকটির ইঞ্জিনের সাথে একটি 6-স্পিড ট্রান্সমিশন সংযুক্ত রয়েছে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 17 লিটার। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 130 মিমি।