Advertisment

Moto G45 5G: 50MP ক্যামেরা, 8GB RAM, Moto-র এই 5G স্মার্টফোন ঘিরে তুঙ্গে চর্চা, ফিচার্স চমকে দেবে

Motorola আগামী ২১ আগস্ট ভারতে তাদের আসন্ন স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি সামনে এসেছে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Motorola আগামী ২১ আগস্ট ভারতে তাদের আসন্ন স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি সামনে এসেছে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার।

Motorola আগামী ২১ আগস্ট ভারতে তাদের আসন্ন স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি সামনে এসেছে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার।

Moto G45 5G: 50MP ক্যামেরা, 8GB RAM সহ Moto G45 5G লঞ্চ হতে চলেছে আগামী ২১ আগস্ট। Moto G45 5G এর পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Advertisment

Motorola আগামী ২১ আগস্ট ভারতে তাদের আসন্ন স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি সামনে এসেছে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার। Moto G45 5G 15,000 টাকা মূল্যে লঞ্চ হতে চলছে।

Moto G45 5G-তে Gorilla Glass 3 সাপোর্ট সহ একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে এবং একটি 120Hz পরিবর্তনশীল রিফ্রেশ রেট রয়েছে৷ এতে থাকছে Snapdragon 6s Gen 3 প্রসেসর। স্টোরেজের ক্ষেত্রে, এই মডেলে থাকছে 8GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ। ক্যামেরা সেটআপের কথা বললে, এই স্মার্টফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন - < BSNL Prepaid Plan: মাত্র ৬ টাকায় ২ জিবি ডেটা, সীমাহীন কল! BSNL-র সস্তার প্ল্যান বাজার কাঁপিয়ে দিল >

এই স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে বলেই ফাঁস হওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14-তে রান করবে। এক বছরের OS আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেবে কোম্পানি। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে, এই স্মার্টফোনটিতে ডলবি অ্যাটমস-টিউনড স্টেরিও স্পিকার রয়েছে। লিক হওয়া তথ্যে দাবি করা হয়েছে যে স্মার্টফোনটি HD+ রেজোলিউশন সাপোর্ট করবে। একটি 4GB RAM ভেরিয়েন্টও থাকবে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরও আসবে। সামনে সেলফি তোলার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Motorola
Advertisment