দিন সাতেক আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে লঞ্চ হয়ে গেছে। কিন্তু এখনও ভারতের বাজারে লঞ্চ হওয়ার দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে Moto G7 ভার্সনের তিনটি ফোন। গত বছর থেকেই মোটোর আসন্ন এই সিরিজের আভাস মিলেছিল গ্যাজেট দুনিয়ায়।
Moto G7 Power ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলের অফলাইনে দাম ১৩,৯৯৯ টাকা। । Moto G7 Plus, Moto G7 Play-র দাম কত হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
শুধুমাত্র অনলাইন বিপণি থেকেই কেনা যাবে এই ফোন। মোটোরোলা ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করা হয়নি। তবে এটুকু জানা গেছে, ভারতের বাজারে শুধুমাত্র সেরামিক কালো রঙের ফোনই পাওয়া যাবে।
আরও পড়ুন: “ধ্বংস হচ্ছে দেশজ সংস্কৃতি”, নিষিদ্ধ হতে পারে টিকটক
অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে Moto G7 POWER। ৬.২ ইঞ্চি এইচডি এবং ১৫২০ X ৭২০ পিক্সেল রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে থাকবে, অবশ্যই ট্রেন্ড মেনে থাকছে নচ্ ডিজাইন। গোরিলা গ্লাস-৩ দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসর থাকবে ফোনটিতে।
Moto G7 Play-তে ৫.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে থাকছে মোটোরোলা ওয়ান পাওয়ারের মত নচ্ ডিজাইন। এই ফোনটিও চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসরে। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে ৩০০০ mAh এর ব্যাটারি। f/2.0 অ্যাপারচারের সঙ্গে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরার জন্য বরাদ্দ f/2.2 অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৬.২৪ ইঞ্চির ওয়াটারড্রপ নচ্ ফুল এইচডি ডিসপ্লে থাকছে Moto G7 Plus ফোনটিতে। প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরের সঙ্গে অ্যাড্রেনো ৫০৯ জিপিইউ। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে Moto G7 Plus। ফোনটির পিছনের ১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন পাওয়া যাবে। সামনে f/2.0 অ্যাপেরচারের ১২ মেগাপিক্সেলের সেন্সর থাকবে।
Read the full story in English