Motorola সম্প্রতি ব্র্যাণ্ডের নয়া স্মার্ট ফন চিনে লঞ্চ করেছে। এবার ভারতের বাজারেও নিয়ে আসতে চলেছে নয়া এই স্মার্ট ফোন Moto G71 5G। সূত্রের খবর আগামী ১০ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে এই নয়া স্মার্ট ফোন। ভারতে এই মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। নয়া এই ডিভাইসটি গত ২৮ ডিসেম্বর চিনে লঞ্চ করা হয়েছিল। Moto G71 5G মডেলে রয়েছে একটি 6.4-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে এবং একটি পাঞ্চ-হোল ডিজাইন। প্রসেসর হিসাবে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 695 SoC চিপসেট।
8GB RAM (+3GB ভার্চুয়াল RAM) এবং 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করেছে নয়া এই স্মার্ট ফোন। ফোনের পিছনে রয়েছে একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 50MP প্রাইমারি সেন্সর, একটি 8MP আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি 2MP ম্যাক্রো শ্যুটার রয়েছে৷ এছাড়া, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 13MP স্ন্যাপার ব্যবহার করা হয়েছে।
ফোনটি ওয়াটার রেসিস্টেন্ট হিসাবে রয়েছে IP52 রেটিং। ডলবি অ্যাটমোস স্টেরিও স্পিকার, একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MYUI, 5000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিংয়ের মতো বিশেষ ফিচার রয়েছে নতুন এই 5Gমডেলে। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে য়াল সিম কার্ড স্লট, 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GNSS এবং NFC। ইউএসবি টাইপ-সি পোর্ট ছাড়াও এটিতে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে।