Advertisment

সর্বনাশ! লঞ্চের আগেই অ্যামাজন বিকোচ্ছে মোটোরোলার ফোন

লঞ্চের আগে গ্রাহকদের হাতে ফোন পৌছে যাওয়ায়, তারাই সোশাল মিডিয়া মারফত প্রকাশ্যে নিয়ে এসেছে ফোনের ইতিবৃত্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এখনও লঞ্চের নির্ঘণ্ট নির্ধারণ করতে পারেনি মোটোরোলা। তার আগেই কী করে অ্যামাজন বিক্রি করা শুরু করল Moto Z4? উঠছে প্রশ্ন। লঞ্চের আগে গ্রাহকদের হাতে ফোন পৌঁছে যাওয়ায়, তারাই সোশাল মিডিয়া মারফত প্রকাশ্যে নিয়ে এসেছে ফোনের ইতিবৃত্ত। ঘটনার সামনা সামনি আসায় অবশ্য সরিয়ে ফোনের তালিকা থেকে Moto Z4 এর নাম মুছে ফেলেছে অ্যামাজন।

Advertisment

আরও পড়ুন: নোকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা

আগামী মাসে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার কথা ছিল Moto Z4। কিন্তু তার আগেই অ্যামাজনের এক্সক্লুসিভের তালিকায় ফোনটি। শুধু তাই নয়, পৌঁছে গেছে গ্রাহকদের হাতে।

'360-degree camera MotoMod' এর সঙ্গে Moto Z4 পেয়েছেন গ্রাহকরা। গোলাকার ক্যামেরা রয়েছে পিছনে, যেখানে থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। মোটোরোলার Quad Pixel- এর অত্যাধুনিক প্রযুক্তি। ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে Moto Z4। ফোনটিতে রয়েছে মোটো ৩৬০ ক্যামেরা মোড।

৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের কম্বিনেশনে Moto Z4 এর দাম ৩৫,০০০ টাকা। ৬.৪ ইঞ্চির Full HD+ OLED FullVision ডিসপ্লেতে থাকবে ২৩৪০ X১০৮০ পিক্সেল। স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসরে চলা Moto Z4 এ থাকছে ৩,৬০০ mAh এর ব্যাটারি।

Read the full story in English 

Motorola
Advertisment