Advertisment

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে চলেছে মোটোরোলা

এই ফোনের ইউএসপি অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম। যার মানে, আগামী দু'বছরে যতবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আসবে, এই ফোনের অপারেটিং সিস্টেমও আপনা আপনিই আপডেট নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের ফোন আনতে চলেছে মোটোরোলা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ফোনটির নাম হতে পারে 'Motorola One Vision' এবং Motorola P40। বিগত কয়েক দিনে ফাঁস হয়েছে ফোনটিকে ঘিরে একাধিক তথ্য। জানা যাচ্ছে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে।

Advertisment

LED ফ্ল্যাশ ও ডুয়াল রিয়ার ক্যামেরা থাকছে ফোনের পিছনের অংশে। ফিঙ্গার প্রিন্ট সেন্সরে থাকবে ফোনের লোগো।

Motorola One Vision specifications

খবরে প্রকাশ, স্যামসাংয়ের প্রসেসর Exynos 9610 চলবে মোটোরোলার আসন্ন এই ফোনে। ৬.২ ইঞ্চির HD+IPS ডিসপ্লের সঙ্গে থাকবে 'পাঞ্চ হোল'। স্ক্রিনের বাঁদিক ঘেঁষে থাকবে ফোনের ফ্রন্ট ক্যামেরা। ৬ জিবি র‌্যামের সঙ্গে ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। ৪৮ এর সঙ্গে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা কম্বিনেশন ও সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনের ইউএসপি অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম। যার মানে, আগামী দু'বছরে যতবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আসবে, এই ফোনের অপারেটিং সিস্টেমও আপনা আপনিই আপডেট নেবে। বাজার চলতি মাত্র গুটিকয়েক ফোনেই এই ফিচার রয়েছে।

Read the full story in English 

Motorola Motorola One Power
Advertisment