Advertisment

Motorola Razr 50 Ultra: কবে লঞ্চ Motorola-র ফোল্ডেবল স্মার্টফোন? প্রতিটি ফিচারই চোখধাঁধানো!

মটোরোলার এই ফোন লঞ্চের আগেই ফাঁস হয়েছে একাধিক ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Motorola,Motorola Razr 50,Motorola Latest Smartphone, Motorola,Motorola New Phone,Motorola Razr 50 Ultra, Motorola Razr 50 Ultra, Motorola Razr 50 Ultra India, Motorola Razr 50 Ultra Launch, Motorola Razr 50 Ultra Amazon, Foldable Phones, Motorola Foldable Phone, Clamshell Foldable, Snapdragon 8s Gen 3, AI Camera Features, Tech News

মটোরোলার এই ফোন লঞ্চের আগেই ফাঁস হয়েছে একাধিক ফিচার।

Motorola Razr 50 Ultra: আপনিও যদি দীর্ঘদিন ধরে Motorola-র ফোল্ডেবল ফোন লঞ্চের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। আসলে, Motorola আগামী ৪ঠা জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে সংস্থার ফোল্ডেবল ফোন Motorola Razr 50 Ultra। মটোরোলার এই ফোন লঞ্চের আগেই ফাঁস হয়েছে একাধিক ফিচার।

Advertisment

Motorola Razr 50 Ultraতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সম্পর্কিত অনেক নতুন ফিচার। Motorola Razr 50 Ultra-এ ব্যবহারকারীরা অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন, অ্যাকশন শট, ইন্টেলিজেন্ট অটো ফোকাস ট্র্যাকিং, ফটো এনহ্যান্সমেন্ট প্রো, সুপার জুম, কালার অপ্টিমাইজেশান, স্টাইল সিঙ্ক এবং AI ম্যাজিক ক্যানভাসের মতো অনেক AI বৈশিষ্ট্য পেতে চলেছেন। এই ফোনটি ৪ঠা জুলাই লঞ্চ হতে চলেছে।

Motorola Razr 50 Ultra মডেলেটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। অন্যান্য ফিচারের কথা বললে, এই ফোনে আরও ভাল পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

স্মার্টফোনের ভিতরের ডিসপ্লেতে 6.9-ইঞ্চি FHD+ pOLED LTPO ডিসপ্লে থাকবে। এতে 165Hz রিফ্রেশ রেট, 10 বিট HDR 10+ 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং ডলবি ভিশন থাকবে। শুধু তাই নয়, ফোনের বাইরের ডিসপ্লেতে 4-ইঞ্চি pOLED LTPO থাকবে।

আরও পড়ুন : < jio recharge plans: আজই সুবিধা নিন, বছরভর উপভোগ করুন Jio-র সীমাহীন 5G-ডেটা >

ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, Motorola Razr 50 Ultra-এ 50 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা এবং একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে, এতে একটি 3.6-ইঞ্চি কভার ডিসপ্লে এবং একটি 6.9-ইঞ্চি ইন ডিসপ্লে থাকতে পারে এই ফোনটিতে একটি 4,000 mAh ব্যাটারি রয়েছে যা USB Type-C চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে যে ফোনটি ভারতে ৭০ হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ হতে পারে

Motorola 5G smartPhone
Advertisment