Motorola Razr 60 Ultra Price And Feature: ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় বিরাট চমক! এপ্রিলেই লঞ্চ হতে 'Razr 60 Ultra', দাম ও ফিচার্সে Samsung-কে টেক্কা?
চলতি মাসেই বিশ্ববাজারে পা রাখতে চলেছে Motorola Razr 60 Ultra। সংস্থা ইতিমধ্যেই এই ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ নিয়ে বিরাট আপডেট দিয়েছে। ২৪ এপ্রিল বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে এই অত্যাধুনিক ফ্লিপ ফোন। গত বছর লঞ্চ হওয়া Moto Razr 50 Ultra-এর আপগ্রেডের ভার্সন হিসাবে এই স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Motorola। ফোনটির ডিজাইনের পাশাপাশি ফিচার ও পারফরম্যান্স আগের তুলনায় অনেক উন্নত হবে বলে আশা করা হচ্ছে
কী কী অত্যাধুনিক ফিচার্স থাকছে নতুন এই Razr 60 Ultra-তে?
ফোনটি নিয়ে অনলাইনে একাধিক তথ্য ফাঁস হয়েছে। সূত্র অনুযায়ী, এই স্মার্টফোনে থাকবে:
Qualcomm Snapdragon 8 Gen 3 Elite চিপসেট
১৬ জিবি পর্যন্ত RAM
অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন Android 15
ডিসপ্লে ও ব্যাটারি
Motorola Razr 60 Ultra-তে থাকতে পারে:
৬.৯৬ ইঞ্চির ফোল্ডেবল OLED মেইন ডিসপ্লে
৪ ইঞ্চির সেকেন্ডারি কভার ডিসপ্লে
উভয় ডিসপ্লেতে ১৬৫Hz রিফ্রেশ রেট
৪,৫০০mAh ব্যাটারি
৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট
সম্ভবত ১৫W ওয়্যারলেস এবং ৫W রিভার্স ওয়্যারলেস চার্জিং
ক্যামেরা বিভাগে নজরকাড়া আপডেট
ফোনটির রিয়ার প্যানেলে থাকতে পারে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। উন্নত ক্যামেরা সেটআপ ফোনটিকে ফটোগ্রাফি ও ভিডিও কলিংয়ের জন্য আরও উপযুক্ত করে তুলবে।
রঙের বিকল্প
Motorola Razr 60 Ultra বাজারে আসতে পারে চারটি আকর্ষণীয় রঙে:
গাঢ় সবুজ (Dark Green)
রিও রেড (Rio Red)
গোলাপী (Pink)
দাম কত হতে পারে?
ফোনটির সম্ভাব্য প্রারম্ভিক মূল্য হতে পারে ১৩৪৬.৯০ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,২৪,০০০ টাকা। এটি ১২GB/২৫৬GB এবং ১৬GB/৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Razr 50 Ultra-এর প্রারম্ভিক দাম ছিল ৯৯,৯৯৯ টাকা। এখন দেখার, ভারতে কবে এই ফোনটি আত্মপ্রকাশ করে এবং কী দামে লঞ্চ হয়।