Best Jio Offer: বাজারে ফের সুনামি তুলল মুকেশ আম্বানির জিও! এখন পান ৫০০ জিবি ডেটা, পুরো ফ্রি! চলবে টানা ২০০ দিন।
আপনি যদি Jio ইউজার হন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট। এই প্ল্যানে, আপনি ২০০ দিনের মেয়াদ এবং মোট ৫০০ জিবি ডেটা পাবেন। এর বাইরেও আপনি আরও অনেক সুবিধা পাবেন। জিও-র তাক লাগানো রিচার্জ প্ল্যান বাজারে আলোড়ণ ফেলেছে। এই প্ল্যানে আপনি পাবেন 2,025 টাকায় 200 দিনের ভ্যালিডিটি। পাশাপাশি দীর্ঘমেয়াদী এই প্ল্যানে পাবেন বিনামূল্যে SMS এবং OTT সাবস্ক্রিপশনও।
জেনে নিন জিওর ২০২৫ টাকার প্ল্যানের বিষয়ে বিশদে
জিও-এর এই প্ল্যানে, আপনি ২০০ দিনের বৈধতা পাবেন। পাশাপাশি এই প্ল্যানে মোট ৫০০ জিবি ডেটার সুবিধা পাবেন আপনি। অর্থাৎ আপনি প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও, আপনি বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পেতে পারেন। পাশাপাশি এই প্ল্যানে আপনি পাবেন ভরপুর বিনোদন। JioHotstar সাবস্ক্রিপশন 90 দিনের জন্য উপলব্ধ। আপনি Jio ক্লাউড স্টোরেজ অ্যাক্সেসও পেতে পারেন।
জিওর ১০২৯ টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে আপনি মোট ১৬৮ জিবি ডেটা পাবেন। অর্থাৎ জিওর এই প্ল্যানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো দিক হল এতে আপনি Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন এবং Jio TV অ্যাক্সেসও পাবেন। এর পাশাপাশি, আপনি ৫০ জিবি জিও ক্লাউড স্টোরেজও পেতে পারেন।