Advertisment

দিওয়ালিতেই কলকাতায় আসছে 5G, বড় ঘোষণা মুকেশ আম্বানির!

5G পরিষেবায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার কথাও জানান জিও কর্তা।

author-image
IE Bangla Web Desk
New Update
Reliance AGM 2022, Reliance AGM, Reliance, Mukesh Ambani, Reliance AGM Latest Updates, RIL AGM, RIL, Reliance News, Reliance Jio, Reliance Industries Ltd Annual General Meeting, Reliance Industries Ltd AGM, Reliance Industries AGM, Reliance Industries, Reliance AGM Updates, Reliance AGM News, Reliance AGM 2022 Live Updates, Reliance AGM 2022 Live, Jiophone Next, Jiophone, Ambani,anant ambani, reliance agm, reliance agm 2022, ril agm, reliance agm time, ril agm 2022, reliance agm date 2022, reliance agm date, jio agm, reliance agm 2022 date, ril agm time, agm reliance, reliance agm live, ril agm date, agm of reliance, reliance agm time today, reliance agm news, agm reliance industries, reliance agm timing, reliance agm meeting, reliance agm today, reliance agm expectations, reliance agm share price

মুকেশ আম্বানি

5G নিয়ে বড়সড় আপডেট দিল রিলায়েন্স জিও! জিও ইতিমধ্যেই বিশ্বের দ্রুততম 5G রোলআউট প্ল্যান তৈরি করেছে । রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, "চলতি বছরের দিওয়ালি -এর মধ্যে আমরা দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতার মত মেট্রো শহর সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর জুড়ে Jio 5G চালু করব"। তিনি আরও বলেন ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে, আমরা ভারতের প্রতিটি শহরে Jio 5G পরিষেবা পৌঁছে দেব। পাশাপাশি তিনি এও জানান জিও ডিজিটাল কানেক্টিভিটি তৈরি করছে, বিশেষ করে ফিক্সড ব্রডব্যান্ডে। তা হল Jio 5G পরিষেবা,” । তিনি আরও বলেন, "5G পরিষেবায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে জিও" ।

Advertisment

5G ইন্টারনেট পরিষেবায় অপেক্ষায় থাকা ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় 5G পরিষেবা চালু করার বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি বলেছেন যে Jio 5G পরিষেবাগুলি এই বছরের দীপাবলিতে চালু হবে। প্রাথমিকভাবে, কোম্পানি দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে Jio 5G পরিষেবা চালু করবে। সংস্থা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে Jio 5G ইন্টারনেট পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে।

আরও পড়ুন: < বুলবুলির পিঠে চেপে জেল থেকে বেরোতেন সাভারকর, কর্ণাটকের স্কুল পাঠ্যবইয়ে আজব কাহিনি >

মুকেশ আম্বানি 'এদিন বলেন Jio 5G সাশ্রয়ী মূল্যের দুর্দান্ত মানের পরিষেবা দিতে দায়বদ্ধ। Jio 5G হবে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক' । রিলায়েন্স জিও বিশ্বের দ্রুততম 5G রোলআউট প্ল্যান তৈরি করেছে।

JioPhone 5G হ্যান্ডসেটও লঞ্চ হতে পারে
Jio 5G-এর ঘোষণার পাশাপাশি, 5G হ্যান্ডসেটও লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি খুব কম দামে লঞ্চ করা হবে। ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি পাশে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিং এর জন্য USB Type-C পোর্ট এবং সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে।

jio Mukesh Ambani
Advertisment