Airtel Jio Elon Musk SpaceX Partnership: ইলন মাস্কের সঙ্গে হাত মেলালেন মুকেশ আম্বানি, জিও ব্যবহারকারীরা পাবেন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা।
এয়ারটেলের পর বার রিলায়েন্স জিও। সংস্থার তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে জিও ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সাথে হাত মিলিয়েছে। জিওর এই ঘোষণার পর, আশা করা হচ্ছে যে শীঘ্রই দেশে স্যাটেলাইট বেসড হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে।
দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। এবার জিও তার ৪৫ কোটিরও বেশি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ খবর। বুধবার, জিও এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সাথে হাত মেলানোর কথা ঘোষণা করেছে। ভারতে স্টারলিংকের ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য জিও স্পেসএক্সের সাথে হাত মিলিয়েছে। জিওর এই চুক্তির (Jio SpaceX agreement) পর, আশা করা হচ্ছে যে শীঘ্রই দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।
আপনাদের জানিয়ে রাখি যে রিলায়েন্স জিওর ঠিক একদিন আগে, এয়ারটেলও স্টারলিংকের সঙ্গে হাত মেলানোর কথা জানিয়েছে। বর্তমানে, স্পেসএক্সের সঙ্গে উভয় কোম্পানির করা এই চুক্তিটি নির্ভর করছে ইলন মাস্কের কোম্পানি ভারতে স্টারলিংক পরিষেবা সরকারি অনুমোদন পায় কিনা তার উপর।
জিওর মতে, স্পেসএক্সের সাথে পার্টনারশিপের একমাত্র উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করা, যা এখনও সংস্থার নাগালের বাইরে। আমরা আপনাকে বলি যে বর্তমানে রিলায়েন্স জিও বিশ্বের সর্বোচ্চ ডেটা ট্র্যাফিক সহ মোবাইল অপারেটর, অন্যদিকে, ইলন মাস্কের স্পেসএক্স নিম্ন পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে বৃহত্তম এবং নম্বর ওয়ান কোম্পানি। দুই কোম্পানির মধ্যে এই নতুন চুক্তি ডিজিটাল জগতে এক নতুন বিপ্লব আনতে পারে।