Sunita Williams Return: সুনিতার ফের স্রেফ সময়ের অপেক্ষা! কবে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং?

NASA astronauts Sunita Willams and Butch Wilmore Return: মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে।

NASA astronauts Sunita Willams and Butch Wilmore Return: মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Sunita Williams

মহাকাশ থেকে সরাসরি সমুদ্রে! ৯ মাস পর আগামীকাল পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস। বিরাট আপডেট দিল নাসা।

NASA astronauts Sunita Willams and Butch Wilmore Return: মহাকাশ থেকে সরাসরি সমুদ্রে! ৯ মাস পর আগামীকাল পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস। বিরাট আপডেট দিল নাসা। 

Advertisment

মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। গত ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই মহাকাশচারীকে মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে সফলভাবে ফিরিয়ে আনা হবে। দুজনেরই ফিরে আসার বিষয়ে নাসা একটি বড় আপডেট দিয়েছে।

নাসা নিশ্চিত করেছে যে নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা দুই মার্কিন মহাকাশচারী  মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরে আসবেন, সাথে আরেকজন মার্কিন মহাকাশচারী এবং একজন রুশ মহাকাশচারীও থাকবেন। 

সারাদিন এসি চালিয়েও হুহু করে কমবে বিদ্যুৎ বিল

Advertisment

রবিবার সকালে মহাকাশযানটি আইএসএসে পৌঁছায়। রবিবার সন্ধ্যায় নাসা জানিয়েছে মহাকাশচারীরা ফ্লোরিডা উপকূলে মঙ্গলবার বিকেল ৫:৫৭ (ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোর ৩:৩০) অবতরণ করবে। আগে এই প্রত্যাবর্তনের দিন বুধবার স্থির ছিল বুধবার।  

নাসা জানিয়েছে যে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্রু-৯-এর প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করবে। এই সম্প্রচারটি ১৭ মার্চ রাত ১০:৪৫ মিনিটে (মার্কিন সময়) শুরু হবে। ভারতে এই সম্প্রচার দেখা যাবে ১৮ মার্চ সকাল ৮:৩০ টা নাগাদ। রবিবার সন্ধ্যায় নাসা এক বিবৃতিতে জানিয়েছে যে উভয় মহাকাশচারী ১৮ মার্চ (মঙ্গলবার) পৃথিবীতে ফিরে আসবেন। নাসা আশাবাদী যে উভয়ই ফ্লোরিডা উপকূলে অবতরণ করবেন। 

NASA sunita-williams