Advertisment

ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটারে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু

গ্রহাণু গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিমি। বিজ্ঞানীীরা জানিয়েছে পৃথিবীর কান ঘেষে পার করবে গ্রহাণু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। ২৪ শে জুলাই সতর্কতা জারি করেছে নাসা। মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে গ্রহানু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। ঠিক এর পরই রয়েছে আরও একটি গ্রহাণু রবিবার পার করবে পৃথিবীকে।

Advertisment

করোনা ও প্রাকৃতিক দূর্যোগে জর্জরিত গোটা বিশ্ব। ওর উপর আরও একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। সম্প্রতি বিজ্ঞানীরা বিশালাকার গ্রহাণু নিয়ে শঙ্কিত। যা দ্রুতগতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান। গ্রহাণু গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিমি। বিজ্ঞানীীরা জানিয়েছে পৃথিবীর কান ঘেষে পার করবে গ্রহাণু।

Read the full story in English

NASA
Advertisment