scorecardresearch

পৃথিবীতে জারি সতর্কবার্তা! ছুটে আসছে বিশালাকার গ্রহাণু

২১ জুলাই মধ্যরাতে আরও নিকটে চলে আসবে। এই ভাবে দুরত্ব ক্রমশ কমতে থাকবে।

পৃথিবীতে জারি সতর্কবার্তা! ছুটে আসছে বিশালাকার গ্রহাণু

এবছর যেন বিরাম নেই, একের পর এক পদাঘাত সইতে হচ্ছে মানবসভ্যতাকে। অন্যদিকে খোস মেজাজে বিচরণ করছে প্রকৃতি। এমন সময় হঠাত্্ সতর্ক বার্তা জারি করা হল পৃথিবীতে। নাসা জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। ২৪ শে জুলাই সতর্কতা জারি করেছে নাসা। মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে গ্রহানু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। ঠিক এর পরই রয়েছে আরও একটি গ্রহাণু রবিবার পার করবে পৃথিবীকে।

পৃথিবীকে যে দুরত্ব রেখে গ্রহাণু পাশ কেটে বেরোবে তা বৈজ্ঞানিক হিসেবে এমন কিছুই না। ১৭০ কিলোমিটার পরিধির গ্রহাণু এটি। ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আর চারদিনের মধ্যেই পৃথিবীর নিকটে চলে আসবে। নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজকে সকাল ১০টা নাগাদ বৃহদ আকারে দেখা দিয়েছিল। ২১ জুলাই মধ্যরাতে আরও নিকটে চলে আসবে। এই ভাবে দুরত্ব ক্রমশ কমতে থাকবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Nasa warns of huge asteroid approaching earth on july 24