আসছে সেক্রেড গেমস২ সহ একাধিক নতুন সিরিজ। তার আগেই শুধুমাত্র ভারতীদের জন্য দাম কমালো নেটফ্লিক্স। নতুন প্ল্যান নিয়ে হাজির সংস্থা। তবে সেই প্ল্যান মোবাইল, ও ট্যাবলেট ইউজারেরা ভোগ করতে পারবেন। প্রতিমাসে এখন খরচ হবে মাত্র ১৯৯ টাকা।
কোম্পানি জানিয়েছে এই প্ল্যান শুধু ভারতেই প্রযোজ্য। এখন শুধু বেসিক প্ল্যানটি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। গোটা বছরে কত খরচ হবে তা নিয়ে কিছু জানানো হয়নি। এই প্ল্যানের অধীনে মোবাইল ও ট্যাবলেটে ডাউনলোড করে রাখতে পারবেন সমস্ত সিনেমা ও ওয়েবসিরিজ।
প্রথমে জানানো হয়েছিল ২৫০ টাকায় দেখতে পারবেন নেটফ্লিক্স। পরবর্তীকালে সেই দাম কমিয়ে করা হয়েছে ১৯৯ টাকা। তবে এই রিচার্জের অধীনে ডেক্সটপ, স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক টিভিতে দেখা যাবে না নেটফ্লিক্স।
তবে দুঃখের বিষয় ঝাঁ চকচকে রেজোলিউশনে দেখতে পারবেন না। HD এবং 720p সাপোর্ট করবে না এই প্ল্যানে। 480p রেজোলিউশনেই মন শান্ত করতে হবে। এছাড়া বাজার চলতি মাসিক যে রিচার্জ রয়েছে তা হল, ৪৯৯ টাকা।
Read the full story in English