Airtel ব্রডব্যান্ড প্ল্যানে পান বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন, জানুন বিস্তারিত

এছাড়াও নতুন দুটি পোস্টপেড প্ল্যান লঞ্চ করেছে Airtel

এছাড়াও নতুন দুটি পোস্টপেড প্ল্যান লঞ্চ করেছে Airtel

author-image
IE Bangla Tech Desk
New Update
netflix ad supported plan

অ্যাড অন প্ল্যান আনার পরিকল্পনা netflix এর

Netflix ইতিমধ্যেই বেশ কিছু Airtel প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানে উপলব্ধ। সম্প্রতি এই টেলিকম সংস্থা ঘোষণা করেছে ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা। এখন দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানের সঙ্গে এই অফার পাবেন ইউজাররা।  

Advertisment

এয়ারটেল প্রফেশনাল প্ল্যানে আপনি পেয়ে যাবেন Netflix সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। এর জন্য আপনাকে দিতে হবে মাত্র ১,৪৯৮ টাকা। অন্যদিকে ইনফিনিটি প্ল্যানের জন্য আপনাকে দিতে হবে প্রতি মাসে ৩,৯৯৯ টাকা।

এয়ারটেল প্রফেশনাল প্ল্যানে আপনি পাবেন ১৯৯ টাকার Netflix বেসিক প্ল্যানের অ্যাকসেস। অন্যদিকে ইনফিনিটি প্ল্যানে আপনি পাবেন Netflix-এর প্রিমিয়াম প্ল্যানের অ্যাকসেস। ভারতে, Netflix মোবাইল প্ল্যান, বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যান সহ চারটি প্ল্যান অফার করে।

এয়ারটেল ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে নেটফ্লিক্স অ্যাকটিভেট করতে, আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

Advertisment

Airtel Thanks app এ ‘Discover Thanks Benefit’ পেজে যান।

নিচে স্ক্রোল করুন এবং ‘Enjoy your rewards’ অপশনে গিয়ে Netflix এ যান

সেখানে গিয়ে ‘Claim’ অপশন সিলেক্ট করুন। ‘Proceed’ অপশনে ট্যাপ করুন।

সম্পূর্ণ করতে গ্রাহককে Netflix ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে হবে।

এছাড়াও এয়ারটেল সম্প্রতি ১,১৯৯ টাকা এবং ১,৫৯৯ টাকা মূল্যের দুটি এয়ারটেল পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান সহ একটি বিনামূল্যের Netflix স্ট্যান্ডার্ড প্ল্যান ঘোষণা করেছে।

এছাড়াও, ১,৫৯৯ টাকার প্ল্যানটি বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার, সীমাহীন কল বিনামূল্যে অফার করে।

Airtel broadband plans