'পরের মাসে সাবস্ক্রাইব করেই ফেলব', ভাবতে ভাবতে নেটফ্লিক্সেরও বয়স বেড়ে চলেছে আর আপনারও পিছিয়ে চলেছে নেটফ্লিক্স ইনস্টল করার দিন। বাসে, ট্রামে ,কলেজ বা অফিসের ফ্লোরে যখন 'ট্রিপল ফ্রন্টিয়ার', 'ঘুল', 'নারকোস', 'দিল্লি ক্রাইম' নিয়ে গল্প করতে শোনেন অন্যদের, নিশ্চয়ই নিজেকে বঞ্চিতই মনে হতে থাকে। এর মূল কারণ নেটফ্লিক্সের তুলনামূলক অত্যধিক মাসিক খরচ। সহজে প্রত্যেকের কাছেই নেটফ্লিক্সকে পৌঁছে দিতে এবার কম খরচের অফার ঘোষণা করল এই ডিজিটাল প্ল্যাটফর্ম।
আরও পড়ুন: অ্যাপল মিউজিক, প্রথম তিন মাস বিনামূল্যে
সাপ্তাহিক প্ল্যান আনতে চলেছে নেটফ্লিক্স। খরচ ৬৫ টাকা। কয়েকদিন আগে ২৫০ টাকা দিয়ে মাসিক প্যাক নিয়ে আসার পরিকল্পনা সেরে ফেলেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। 'গ্যাজেটস৩৬০' প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাত্র গুটি কয়েক ইউজার নেটফ্লিক্সের এই কম দামের দুর্দান্ত অফারের ভাগীদার হতে পেরেছে। কিছু কিছু দেশে এখনও পরীক্ষাধীন রয়েছে কম দামে নেটফ্লিক্স নিয়ে আসার প্রক্রিয়া। জানা যাচ্ছে, শুধুমাত্র ভারতীয়দের জন্যই সাপ্তাহিক প্ল্যান নিয়ে হাজির নেটফ্লিক্স। তবে এই প্ল্যান আপনার স্মার্ট টিভি বা ডেস্কটপে নয়- প্রযোজ্য হবে শুধুমাত্র মোবাইলেই। থাকছে ২০০ টাকার সাপ্তাহিক আলট্রা প্ল্যান, যা চলবে চারটি ডিভাইসে। তাও আবার 'ফোর কে' কোয়ালিটিতে। সাপ্তাহিক বেসিক এসডি প্ল্যানের মূল্য ১২৫ টাকা। ১৬৫ টাকার স্ট্যান্ডার্ড প্ল্যানে এক সপ্তাহের জন্য মিলবে এইচডি প্যাক। অর্থাৎ সব হাতের কাজ গুটিয়ে, কোনো এক সপ্তাহতে রিচার্জ করে নিন, এবং অত্যন্ত সস্তাতেই দেখে নিন পছন্দের সব ওয়েব সিরিজ কিংবা সিনেমা।
ভারতে ইউজারের সংখ্যা বাড়াতে চায় নেটফ্লিক্স। যে কারণে কম খরচে অল্প দিনে প্ল্যান আনতে মরিয়া হয়ে উঠছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। বেশ কিছু মাস ধরেই ভারতে অ্যামাজন প্রাইম, হটস্টার এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হয়েছে নেটফ্লিক্স। দামের হিসাব করলে অবশ্যই অ্যামাজন প্রাইম, হটস্টারের খরচ অনেক কম, বার্ষিক খরচ ৯৯৯ টাকা। সেখানে নেটফ্লিক্সের বর্তমানে মাসিক সাবস্ক্রিপশন খরচ শুরু ৫০০ টাকা থেকে। প্রিমিয়াম পরিষেবার খরচ ৮০০ টাকা।
অ্যামাজনেপ সাবস্ক্রিপশন পাওয়া যায় বিভিন্ন রিচার্জের সঙ্গে। যার সঙ্গে শুধু যে ভিডিও স্ট্রিমিংই দেখা যায়, এমনটা নয়, রয়েছে একাধিক অন্যান্য সুবিধাও। থাকে কেনাকাটার ওপরেও বিশেষ ছাড়।
এদিকে নেটফ্লিক্সে সাসপেন্স, থ্রিলার, অ্যাকশনে ভরা ওয়েব সিরিজগুলির প্রতি দর্শকের ঝোঁক অনেক বেশি তা বিলক্ষণ বোঝা যাচ্ছে। এবার তো ৬৫ টাকাতেই দেখা হয়ে যাবে নতুন কোনও ওয়েব সিরিজ। এখন দেখা যাক এমন লোভনীয় অফারে এদেশে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ায় কিনা!
Read the full story in English