Advertisment

Bajaj Chetak 2901: সেরা ফিচারের সঙ্গে পান দুর্দান্ত লুক, নতুন রুপে জলের দামে কিনুন Bajaj Chetak ই-স্কুটার

ইলেকট্রিক স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে নতুন Bajaj Chetak, সবচেয়ে সস্তার একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
"New Bajaj Chetak

সেরা ফিচারের সঙ্গে পান দুর্দান্ত লুক, নয়া রুপে জলের দামে Bajaj Chetak ই-স্কুটার

Bajaj Chetak 2901: এক লক্ষ টাকার কম দামে লঞ্চ হয়েছে নতুন Bajaj Chetak ই-স্কুটার।

Advertisment

ইলেকট্রিক স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে নতুন Bajaj Chetak, সবচেয়ে সস্তার একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। নতুন চেতক ইলেকট্রিক স্কুটারের দাম ৯৫,৯৯৮ টাকা।

বাজাজ চেতক 2901 ইলেকট্রিক স্কুটারটি ৪টি নতুন রঙের বিকল্পে উপলব্ধ- হলুদ, নীল, লাল এবং কালো। এতে রয়েছে রঙিন এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইকোনমি এবং স্পোর্টস রাইডিং মোড।

ফিচারের কথা বললে, আপনি এই ই-স্কুটারের সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, কল-মিউজিক কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড পাবেন তবে এর জন্য আপনাকে অতিরিক্ত ৩০০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন : < Astronaut Sunita Williams: মহাকাশে পাত পেড়ে ‘ফিশ কারি’, সঙ্গী গনেশ মূর্তি! ইতিহাস গড়লেন সুনিতা উইলিয়ামস >

এই ইলেকট্রিক স্কুটারটিতে 2.88kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। ARAI এর মতে, এটি সিঙ্গেল চার্জে ১২৩ কিলোমিটার পর্যন্ত দুরত্ব অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ গতি ৬৩kmph এবং এটি সম্পূর্ণ চার্জ হতে ৬ ঘন্টা সময় নেয়।

চেতক আরবান এবং প্রিমিয়াম ভেরিয়েন্টের তুলনায় চেতকের নতুন ভেরিয়েন্ট ২৭,৩২১ টাকা এবং ৫১,২৪৫ টাকা কম। ১৫ জুন থেকে এর বিক্রি শুরু হবে। বাজাজের ৫০০টি শোরুম থেকে এই ই-স্কুটার কেনা যাবে।

ভারতীয় বাজারে, Bajaj Chetak 2901 ইলেকট্রিক স্কুটার ওলা S1 এর মত ই-স্কুটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

bajaj chetak E Scooter
Advertisment