2025 Bajaj Pulsar: KTM -এর সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে নতুন বাজাজ পালসার! ভারতের বাজারে পালসারের চাহিদা আকাশছোঁয়া। আগামী বছর নতুন পালসার আরএস২০০ কেনার সুযোগ পাবেন বাইক প্রেমীরা। এই নতুন পালসার KTM RC 200-এর সাথে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।
শীর্ষস্থানীয় টু-হুইলার কোম্পানি বাজাজ অটো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশ করেছে। সেই টিজার থেকে নতুন পালসার বাজারে আসার আভাস মিলেছে। ভারতীয় বাজারে বাজাজ পালসারের প্রচণ্ড ক্রেজ রয়েছে।
আগামী বছরও আপনি একটি নতুন পালসার কেনার সুযোগ পাবেন। কোম্পানি ভারতীয় বাজারে Pulsar RS200 লঞ্চ করতে পারে বলেই জল্পনা। বাজাজ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসন্ন বাইকের টিজার প্রকাশ করেছে। এই বাইকটি KTM RC 200 এর সাথে প্রতিযোগিতা করবে। এটি বাজাজ পালসার লাইনআপের একটি 200cc ফেয়ারড মোটরসাইকেল। টিজার দেখে মনে হচ্ছে Bajaj নতুন Pulsar RS200 লঞ্চের একেবারে দোরগোড়ায় রয়েছে কোম্পানি। Pulsar NS200 এর মত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে Pulsar RS200 ফেয়ারড মোটরসাইকেলে।
এই বাইকটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। বর্তমান RS200 মডেলের এক্স-শোরুম মূল্য 1.74 লক্ষ টাকা। আপগ্রেডের পর দাম কিছুটা বাড়বে। বর্তমানে, Bajaj Pulsar RS200 তে রয়েছে ডুয়াল-প্রজেক্টর সেটআপ। পাশাপাশি একটি ডিজিটাল-অ্যানালগ সেটআপ রয়েছে। কোম্পানির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যাতে নতুন বাইকের এক ঝলক দেখা গেছে।
২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে কোম্পানি এই মোটরসাইকেলটি লঞ্চ করতে পারে। Pulsar RS200 মডেলে পাওয়া যাবে একাধিক লেটেস্ট ফিচার। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই নেভিগেশন। উভয় চাকায় ডিস্ক সহ ডুয়াল চ্যানেল ABSও থাকতে পারে নয়া এই বাইকে।