/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_cbeb53.jpg)
লাইসেন্সের নিয়মের ক্ষেত্রে বড়সড় রদবদল। আরটিওতে দিতে হবে না কোন পরীক্ষা। তাহলে লাইসেন্স মিলবে কীভাবে?
New driving license rules: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড়সড় বদল এনেছে। এখন থেকে আরটিওতে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর দিন শেষ ।
লাইসেন্সের নিয়মের ক্ষেত্রে বড়সড় রদবদল। আরটিওতে দিতে হবে না কোন পরীক্ষা। তাহলে লাইসেন্স হবে কিভাবে? এই প্রতিবেদনে রইল বিস্তারিত বিবরণ।
নতুন ড্রাইভিং লাইসেন্স পদ্ধতি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এখন আর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য আরটিও অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হবে না।
লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার হওয়ার পথ আরও কিছুটা সহজ হয়েছে। কিন্তু আপনি যদি আরটিওতে যেতে না চান, তাহলে কোথায় যাবেন? কীভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স?
জারি করা নয়া নির্দেশিকা অনুসারে সরকার স্বীকৃত বিশেষ বেসরকারি প্রতিষ্ঠান বা ড্রাইভিং স্কুলেও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যপরীক্ষা দিতে পারবেন আপনি।
যার অর্থ, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পেতে আরটিও অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে না চান তাহলে ড্রাইভিং স্কুলেও ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় বসার সুযোগ থাকছে আপনার কাছে।
আরও পড়ুন : < Air Conditioner: দীর্ঘ সময় চাঙ্গা থাকবে আপনার এসি, গ্যাস রিফিলিংয়ের সময় মাথায় রাখুন এই বিষয়! >
হালকা মোটর ভেহিকেল(LMV)-এর লাইসেন্সের জন্য আপনাকে ৪ সপ্তাহের মধ্যে ২৯ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। এতে ৮ ঘন্টা তত্ত্বের জন্য এবং বাকি ২১ ঘণ্টা থাকবে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য।
ভারী মোটরগাড়ির জন্য ৬ সপ্তাহে অন্তত ৩৮ ঘণ্টার প্রশিক্ষণ দিতে হবে। এর মধ্যে ৮ ঘণ্টা থাকবে তত্ত্বের জন্য, এবং ৩০ ঘণ্টা থাকবে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য।
ড্রাইভিং পরীক্ষা শেষ করার পর, এই কেন্দ্রগুলি সফল আবেদনকারীদের সার্টিফিকেট প্রদান করবে। এই শংসাপত্রটিকে কাজে লাগিয়ে সরকারি RTO-এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের পেতে আবেদন করতে পারেন আবেদনকারীরা।
ড্রাইভিং সেন্টারে সফলভাবে কোর্স শেষ করার পর আবেদনকারীদের থেকে আর কোনো পরীক্ষার প্রয়োজন হবে না। যাইহোক, যারা ড্রাইভিং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চান না, তাদের ড্রাইভিং লাইসেন্স পেতে RTO পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য জরিমানা বাড়ানো হয়েছে
বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানা পরিবর্তনেরও অনুমোদন দিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী এক হাজার টাকা জরিমানার বদলে ২ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।
কোনো নাবালক কোনো গাড়ি চালানোর সময় ধরা পড়লে জরিমানা নতুন নিয়ম অনুসারে, ২৫ হাজার টাকা জরিমানা এবং পিতামাতা এবং গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বাতিল হতে পারে।