Advertisment

দুরন্ত গতি ইসরোর, ইতিহাস গড়েই পাখির চোখ পরবর্তী মিশনে, মহাকাশে বিপ্লব আনার পথে ভারত  

পরবর্তী মুন মিশনের নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন (LUPEX)

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan-3 Live, Chandrayaan-3 Landing, ISRO, Chandrayaan-3 Landing Moon, Chandrayaan-3 On Moon LIVE, Chandrayaan-3 Landing Celebration Live, S Somnath,

চাঁদের মাটিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। গতকাল ঠিক সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যাণ্ডিং করে চন্দ্রযান-৩। কঠিন পরীক্ষায় সফল ইসরো। উল্লাস দেশজুড়ে। চারিদিকে সেলিব্রেশনের মুড। এটাই তো ভারতীয় হিসাবে সত্যিই গর্ব করার সময়। তবে এই সাফল্যের মাঝেও ইসরো তার পরবর্তী মিশনের তোড়জোড় শুরু করে দিয়েছে। জাপানের মহাকাশ সংস্থার সহযোগিতায় ISRO পরবর্তী মুন মিশন সম্পূর্ণ করবে বলেই জানা গিয়েছে। সেই নিয়ে কাজ চলছে দ্রুত গতিতে। ইতিমধ্যে, ISRO তার পরবর্তী সম্ভাব্য মুন মিশনে দ্রুত কাজ করছে। জাপানের মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতায় ইসরো তার পরবর্তী অভিযান সম্পন্ন করবে।

Advertisment

এই মিশনের নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন (LUPEX) যা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) এবং বেঙ্গালুরু সদর দফতর ভারতীয় মহাকাশ সংস্থা (ISRO) এর মধ্যে একটি যৌথ উদ্যোগ। JAXA এবং ISRO রোভার এবং ল্যান্ডার তৈরি করছে। রোভারটি শুধুমাত্র ISRO এবং JAXA-এর যন্ত্রপাতি বহন করবে না, আমেরিকান স্পেস এজেন্সি (NASA) এবং ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) এর যন্ত্রপাতিও বহন করবে। ISRO একটি বিবৃতিতে বলেছে যে LUPEX মিশনের জন্য একটি ছোট ল্যান্ডারের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। ISRO-এর এক আধিকারিক জানিয়েছেন, LUPEX মিশনটি ২০২৫ সালে চালু হওয়ার কথা।

ISRO আরও একটি চন্দ্র অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাপানি মহাকাশ সংস্থা, JAXA-এর সহযোগিতায় ইসরো ফের আরেক মুন মিশনে নামতে চলেছে। LUPEX বা লুনার পোলার এক্সপ্লোরেশন নামের এই মিশনটি ২০২৪-২০২৫সালের জন্য নির্ধারিত হয়েছে। তবে চন্দ্রযান সিরিজেও আরও অভিযান চলবে।

“অবশ্যই, চন্দ্রযান কর্মসূচি চন্দ্রযান-৩ দিয়ে শেষ হবে না। আমরা এখন অবতরণ করেছি। তবে আরও অনেক কিছু করার আছে। চন্দ্রযান-৪, চন্দ্রযান-৫ ইত্যাদি ফলো-আপ মিশন আশা করা স্বাভাবিক। সেই পরিকল্পনাগুলি শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা যেতে পারে, " জানিয়েছেন, আন্নাদুরাই। যিনি ২০০৮ সালে শুরু হওয়া চন্দ্রযান-১ এর মিশন ডিরেক্টর ছিলেন। কিন্তু তার আগে, লুপেক্স ইসরোকে চাঁদের মাটিতে পরীক্ষা চালানোর আরেকটি সুযোগ দেবে।

তবে ISRO-এর জন্য তাত্ক্ষণিক অগ্রাধিকার হল আদিত্য-L1, মিশন, যা সেপ্টেম্বরের প্রথম দিকে নির্ধারিত। আদিত্য-এল 1, মিশনে ৯০ মিলিয়ন কিলোমিটার দূর থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। শুধুই চাঁদেই নয়, মহাকাশেও বিপ্লব ঘটাতে চায় ভারতের ইসরো। আর তাই চন্দ্রায়ন-৩ এর সাফল্যের দিনেই টার্গেট ফিক্সড করে ফেললেন বিজ্ঞানীরা। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, Aditya L-1 মিশন ভারতীয় মহাকাশ সংস্থার আগামী মিশন। এই মিশনে সূর্যের জলবায়ু, সৌর শিখা, সৌরঝড়, ইত্যাদি নানান বিষয়ে গবেষণা চালাবে ইসরো।

Chandrayaan 3 ISRO
Advertisment