Advertisment

Nexus electric scooter: প্রতি কিলোমিটার খরচ ৩০ পয়সারও কম, বাজারে এল 'মেড ইন ইন্ডিয়া' ইলেকট্রিক স্কুটার, ফিচার চমকে দেবে

নেক্সাস ইলেকট্রিক স্কুটারে ফ্রন্ট ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুটারটিতে ১২ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এর সাথে নেক্সাস স্কুটারে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন এবং ব্লুটুথ কানেকক্টিভিটি রয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"news, auto news, Ampere,Ampere Vehicles,Ampere Nexus,Greaves Electric Mobility,Ampere Nexus price,Ampere Nexus launch,Ampere Nexus range,Ampere Nexus features,Ampere Nexus variants,Electric Mobility,Electric Two-wheelers,Cover Story,Latest News,

নেক্সাস ইলেকট্রিক স্কুটারে ফ্রন্ট ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুটারটিতে ১২ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এর সাথে নেক্সাস স্কুটারে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন এবং ব্লুটুথ কানেকক্টিভিটি রয়েছে।

বাজারে এল মেড ইন ইণ্ডিয়া ইলেকট্রিক স্কুটার। মানুষের অন্যতম পছন্দ ইলেকট্রিক স্কুটার। পেট্রোলের আকাশছোঁয়া দামে অনেকেই ই-স্কুটারের দিকে ঝুঁকেছেন। চড়া দামের বাজারে সবদিক থেকেই সাশ্রয়ের পথে ঝুঁকছেন আমজনতা। জ্বালানির দামের ছ্যাঁকা থেকে বাঁচতে তাই দারুণ বিকল্প ইলেকট্রিক স্কুটার। খুঁজতে হবে না পেট্রোলপাম্প, দিতে হবে না টোলট্যাক্সও, পরিবেশ বান্ধব স্কুটার কেনার উপযুক্ত সময় এখনই। ১.০৯ লাখ টাকা দামে লঞ্চ হয়েছে নেক্সাস ইলেকট্রিক স্কুটার।

Advertisment

নেক্সাস ইলেকট্রিক স্কুটারে ফ্রন্ট ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুটারটিতে ১২ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এর সাথে নেক্সাস স্কুটারে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন এবং ব্লুটুথ কানেকক্টিভিটি রয়েছে। নেক্সাস ইলেকট্রিক স্কুটারে একটি ৩ kwh LFP ব্যাটারি প্যাক রয়েছে। পাশাপাশি এই স্কুটারে চারটি রাইডিং অপশন রয়েছে। যেটিতে আপনাকে ইকো, সিটি, পাওয়ার এবং লিম্প হোম রাইডিং অপশন দেওয়া হয়েছে। Nexus ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড হল ৯৩ kmph, এই স্কুটারের স্পিড সিটি মোডে ৬৩ kmph এবং ইকো মোডে টপ স্পিড ৪২ kmph৷

আরও পড়ুন : < Ola Electric Scooter: আর মাত্র চার দিন! হাজার হাজার টাকা বাঁচান Ola Electric Scooter-এ, এমন সুযোগ আর পাবেন না >

নেক্সাস ইলেকট্রিক স্কুটারের দাম
নেক্সাস ইলেকট্রিক স্কুটারটির এক্স-শোরুম মূল্য ১০.৯ লক্ষ টাকায় লঞ্চ করা হয়েছে। নেক্সাস ইলেকট্রিক স্কুটার একটি মেড ইন ইন্ডিয়া স্কুটার।

Tech News Electric scooter
Advertisment