Advertisment

noise colorfit macro smartwatch: সস্তার স্মার্টওয়াচে এবার ব্লুটুথ কলিংয়ের সুবিধা, মিলবে টানা সাতদিনের ব্যাটারি ব্যাকআপ

নয়েজ ভারতের বাজারে একটি নতুন স্মার্টওয়াচ নয়েজ কালারফিট ম্যাক্রো লঞ্চ করেছে। নতুন স্মার্টওয়াচটি ColorFit সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট ওয়াচে রয়েছে প্রিমিয়াম বডি, বড় ডিসপ্লে ।

author-image
IE Bangla Tech Desk
New Update
noise colorfit macro,noise colorfit macro price,noise colorfit macro specifications,smartwatch under 1500,cheapest smartwatch,

নয়েজ ভারতের বাজারে একটি নতুন স্মার্টওয়াচ নয়েজ কালারফিট ম্যাক্রো লঞ্চ করেছে। নতুন স্মার্টওয়াচটি ColorFit সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট ওয়াচে রয়েছে প্রিমিয়াম বডি, বড় ডিসপ্লে ।

নয়েজ লঞ্চ করেছে 'খুব সস্তা' স্মার্টওয়াচ। 1500 টাকারও কমে এখন পান ব্লুটুথ কলিংয়ের সুবিধা। Noise ColorFit Macro-এর সিলিকন ভেরিয়েন্টের দাম 1,399 টাকা, লেদার ভেরিয়েন্টের দাম 1,499 টাকা এবং মেটাল ভেরিয়েন্টের দাম 1,599 টাকা।

Advertisment

নয়েজ ভারতের বাজারে একটি নতুন স্মার্টওয়াচ নয়েজ কালারফিট ম্যাক্রো লঞ্চ করেছে। নতুন স্মার্টওয়াচটি ColorFit সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট ওয়াচে রয়েছে প্রিমিয়াম বডি বড় ডিসপ্লে ।

Noise ColorFit Macro-এর সিলিকন ভেরিয়েন্টের দাম 1,399 টাকা, লেদার ভেরিয়েন্টের দাম 1,499 টাকা এবং মেটাল ভেরিয়েন্টের দাম 1,599 টাকা। ColorFit Macro বর্তমানে ই-কমার্স সাইট Amazon-এ প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ১৯ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা।

নয়েজ কালারফিট ম্যাক্রোর স্পেসিফিকেশন

Noise ColorFit Macro-এ 2.5D কার্ভড গ্লাস সহ একটি 2-ইঞ্চি TFT PCD ডিসপ্লে রয়েছে। নতুন স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ সেন্সর। এটি হৃদস্পন্দন, SpO2 রক্তের অক্সিজেন লেভেল, ঘুম, মানসিক চাপ ইত্যাদি সহজের ট্র্যাক করতে পারে। নয়া এই স্মার্ট ওয়াচে রয়েছে 115টি স্পোর্টস মোড। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই স্মার্টওয়াচটি একবার সম্পূর্ণ চার্জ করলে ৭ দিন ব্যবহার করা যাবে বলেই দাবি সংস্থার। মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, নোটিফিকেশন ডিসপ্লে এবং ক্যালকুলেটর ইত্যাদি ফিচারও এতে রয়েছে।

Tech News smartwatch
Advertisment