আজকের স্মার্টওয়ার্ল্ডে স্মার্ট ওয়াচের কদর বেড়েই চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে থাকায় একের পর এক সংস্থা নিয়ে নিয়ে একাধিক স্মার্টফোন। ডোমেস্টিক টেক লাইফস্টাইল ব্র্যান্ড Noise এ দেশে নিয়ে এল তাদের নতুন স্মার্টওয়াচ। Noise ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ। ভারতে Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচের দাম শুরু হয়েছে ১,৯৯৯ টাকা থেকে। Noise কোম্পানির ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ই-কমার্স প্ল্যাটফর্মে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Noise কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে gonoise.com-এ পাওয়া যাচ্ছে এই ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ।একই সঙ্গে এই স্মার্টওয়াচে থাকছে নানা আকর্ষণীয় ফিচার।
ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির টিএফটি (TFT) এলসিডি (LCD) স্ক্রিন। সেই সঙ্গে রয়েছে ৬০টি স্পোর্টস মোড। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে এসপি০২ (Sp02)মনিটর, ১৫০ ওয়াচ ফেসেস, আইপি৬৮ (IP68) রেটিং। ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন ধরনের হেলথ স্যুট ফিচার। এর মধ্যে রয়েছে হার্ট রেট মনিটর, স্ট্রেস মনিটর, স্লিপ মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার। রয়েছে নানা নয়েসফিট অ্যাপ। ইউজাররা চাইলে নিজেদের ফিটনেস শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে।
ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ একবার চার্জ দিলে একটানা প্রায় ৭ দিন ধরে চলবে। Noise কোম্পানির তরফে জানানো হয়েছে যে ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে মাত্র ১৫ মিনিটে চার্জ হবে প্রায় ১,৫০০ মিনিট। এ ছাড়াও ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ হল একটি ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ। এর ফলে সাঁতার কাটার সময়েও এটি পরে থাকা সম্ভব। ইউজারদের সুইমিং সেশন বেটার করে তোলার জন্য ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার।