সামনেই জামাইষষ্ঠী। জামাইকে কী উপহার দেবেন তার চিন্তায় রাতের ঘুম উড়েছে শাশুড়িদের। তবে এখন চিন্তার কোন কারণ নেই। সোনার টুকরো জামাইয়ের জন্য স্মার্টওয়াচ একটি দারুণ অপশন। নয়েজ সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন স্মার্টওয়াচ নয়েজফিট অরিজিন (NoiseFit Smartwatch) এই স্মার্টওয়াচটিতে ১০০ টিরও বেশি স্পোর্টস মোডের পাশাপাশি গ্রাহকরা পাবেন ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। সঙ্গে রয়েছে AMOLED ডিসপ্লে।
এই স্মার্ট ওয়াচে রয়েছে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড। সেই সঙ্গে রয়েছে একাধিক হেলথ ফিচার। হৃদস্পন্দন মনিটারিং, রক্তের অক্সিজেনের মাত্রা, ঘুম, মানসিক চাপ সহ একাধিক হেলথ ফিচার রয়েছে অত্যাধুনিক এই স্মার্ট ওয়াচে। এই স্মার্ট ওয়াচে রয়েছে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ।
NoiseFit অরিজিন স্মার্টওয়াচ ভারতে ৬৪৯৯ টাকায় -এ লঞ্চ করা হয়েছে। এতে ১০০-এর বেশিও স্পোর্টস মোড, 7 দিনের ব্যাটারি লাইফ এবং AMOLED ডিসপ্লে রয়েছে। EN1 চিপসেট রয়েছে। এটি Noise India ওয়েবসাইট এবং Croma রিটেল আউটলেটে উপলব্ধ। এটি ৭ জুন থেকে Flipkart এবং Amazon থেকেও কেনা যাবে। জেট ব্ল্যাক, সিলভার গ্রে, মিডনাইট ব্ল্যাক, মোজাইক ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং ক্লাসিক ব্রাউন রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।
আরও পড়ুন : < AC Gas Cost: এত কমে এসির গ্যাস রিফিলিং! প্রতারণার ফাঁদে পড়ছেন না তো? >
এই স্মার্টওয়াচে রয়েছে একটি EN1 চিপসেট এবং Nebula UI- এ সাপোর্ট। অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় ৩০ শতাংশ বেশি গতিতে কাজ করবে এই স্মার্টওয়াচ। রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই স্মার্টওয়াচ।