Nokia 7.1 launch today: কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ৪ অক্টোবর লঞ্চ হবে Nokia 7.1। এইচএমডি গ্লোবাল লন্ডনে লঞ্চ অনুষ্ঠান শুরু হবে ওদের সময় অনুযায়ী বিকেল পাঁচটায়। ভারতীয় সময় তখন রাত ৯.৩০। এছাড়া আলাদাভাবেও ১১ অক্টোবর লঞ্চ হবে ভারতে। অতিরিক্ত কিছু ফিচার থাকতে পারে কিনা ভারতীয় মডেলে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। স্পেসিফিকেশনের পাশাপাশি ইতিমধ্যে ফাঁস হয়েছে ফোনের দাম। আজকের লাইভ স্ট্রিমিং থেকেই সরাসরি জানতে পারবেন ফোনটির যাবতীয় ইতিবৃত্ত।
Nokia 7.1 launch: How to watch livestream, timings
Nokia 7.1 লন্ডনে বিকেল পাঁচটায় শুরু হবে, যা ভারতীয় সময়ে সাড়ে নটা নাগাদ। অনুষ্ঠানটি সরাসরি নোকিয়ার অফিসিয়াল ইউটিউব পেজে দেখতে পাওয়া যাবে।
Nokia 7.1 launch: Expected price, specifications
১) Nokia 7.1 প্লাসের ফোনটিতে ৬.৯ ইঞ্চির স্ক্রিনে থাকবে ২১৬০ x ১০৮০ পিক্সেল রেজোলিউশন। ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর নচ ডিজাইনে পাওয়া যাবে ফোনটি। অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্লাস ডিজাইনে পাওয়া যাবে ফোনটি। পিছনের দিকে থাকবে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
২) Nokia 7.1 Plus এবং Nokia 7.1 উভয় ফোনেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা কনফিগারেশন। ফোনটিতে থাকবে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Nokia 7.1 Plus এর ডুয়াল ক্যামেরায় ১৩ ও ১২ মেগাপিক্সেলের প্রাথমিক ও সেকেন্ডারি সেন্সর কম্বিনেশন রয়েছে।
৩) স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসরে চলা ফোনটিতে ৬ জিবি র্যাম / ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। ৩৪০০ এমএইচ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে রয়েছে দ্রুত চার্জ হওয়ার সুবিধা।
৪) টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট টুইটারে প্রকাশ করেছেন যে Nokia 7.1 ফোনটির আনুমানিক দাম হবে ৩৩,৬৮০ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে।