Advertisment

জনপ্রিয়তার শীর্ষে নোকিয়ার "কলা ফোন", মিলছে ৫৪৪ জিবির ফ্রি ডেটা

Nokia 8110 4G=র দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন। এক্ষেত্রে জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নোকিয়া। লঞ্চ অফার হিসাবে ফোনটি কেনার সময় জিও পরিষেবা নিলে বিনামূল্যে পেয়ে যাবেন ৫৪৪ জিবির ৪জি ডেটা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিওর ফিচার ফোনকে টেক্কা দিতে, একেবারে আলাদা আউটলুকে অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 8110 ফোনটির 4G সংস্করণ। কলার মতো রঙ ও আকারের কারণে টেক দুনিয়ায় পৃথক পরিচিতি গড়তে নোকিয়া নাম দিয়েছে 'ব্যানানা ফোন'। এই নামেই বর্তমানে জনপ্রিয় Nokia 8110। এই ফোনে রয়েছে পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম। Nokia 8110 ফোনটি চলবে KaiOS অপারেটিং সিস্টেমে। কার্যত এই ফোনে WhatsApp, YouTube এর মত জনপ্রিয় অ্যাপগুলিও ব্যবহার করতে পারবেন।

Advertisment

ফোনটি ভারতের শীর্ষ মোবাইল বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। এছাড়া Nokia.com/phones অনলাইনে কিনতে পারবেন ফোনটি। Nokia 8110 4G এর দাম 5,999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন। তবে এক্ষেত্রে জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নোকিয়া। লঞ্চ অফার হিসাবে ফোনটি কেনার সময় জিও পরিষেবা নিলে বিনামূল্যে পেয়ে যাবেন ৫৪৪ জিবির ৪জি ডেটা।

Nokia 8110 4G সংস্করণের বাকি স্পেসিফিকেশন

ফোনটির বৈশিষ্ট্য এই যে আউটলুক একটু বাঁকা, কোম্পানি থেকে জানানো হয়েছে শুধুমাত্র ধরার সুবিধার জন্য এইরকম ডিজাইন করা হয়েছে। স্লাইড আউট কীবোর্ড কভার রয়েছে। এই ফোনটিতে ২.৪৫-ইঞ্চি QVGA রঙের ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ ডুয়াল কোর প্রসেসর চালায়, যার গতি ১.১ গিগাহার্জ। একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ রয়েছে ১২৮ জিবির এক্সটারনাল স্টোরেজের সঙ্গে রয়েছে, ৫১২ এমবির অভ্যন্তরীণ স্টোরেজ।

উল্লেখ্য, নকিয়া 8110 কেইওএস চালায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং টুইটারের পাশাপাশি গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ সাপোর্ট করবে এই ফোন। ফোনটিতে ১,৫০০ এমএএইচ ব্যাটারী রয়েছে। LED ফ্ল্যাশ সহ রয়েছে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE, সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

Read the full story in English

Nokia
Advertisment