Advertisment

Nokia X6 Price in India: সাধ্যের মধ্যে উন্নত মানের ফোন আনছে নোকিয়া

Nokia X6 Price in India and Specification: ৪জিবি র‌্যাম ভার্সনের ফোনে পাওয়া যাবে ৩২ জিবি / ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ৬ জিবি র‌্যামের ভার্সনের ফোনে থাকবে ৬৪ জিবি স্টোরেজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Nokia X6 Price in India, Full Specification, Features, Release Date

কোম্পানির ভারতীয় ওয়েবসাইট থেকে লাইভ রয়েছে  Nokia X6।

অনেকদিন ধরেই যদি ফোন কেনার প্ল্যান থেকে থাকে, আর তা যদি এখনও কার্যকরী না হয়ে থাকে, তাহলে আর কয়েকটা দিন অপোক্ষা করেই যান।  Nokia X6  ভারতে আসছে। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গেছে এই ফোনটি। ভারতের বাজারে  অন্যান্য মোবাইল কোম্পানিদের কপালে ভাঁজ আনতে চলেছে এই ফোন তা বলাই বাহুল্য। এই মুহুর্তে কোম্পানির ভারতীয় ওয়েবসাইট থেকে লাইভ রয়েছে  Nokia X6।

Advertisment

Nokia X6: Display, Design 

চিনে লঞ্চ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে এসে গেছে ফোনটির খুঁটিনাটি। আইফোন টেনের বহু আলোচিত নচ স্টাইলের ডিসপ্লে থাকবে ফোনটিতে। ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেতে পাওয়া যাবে ২২৮০ x ১০৮০ পিক্সেলের রেজোলিউশন। স্ক্রিনের প্রোটেকশনের জন্য থাকবে ক্রনিং গোরিলা গ্লাস থ্রিয়ের লেয়ার। ফোনটির আউটলুকে রয়েছে অ্যালুমুলিয়াম অ্যালয়ের মেটাল ফ্রেম।

 Nokia X6 Price in India, Full Specification, Features, Release Date Nokia X6 Price in India : ফোনটির ভারতীয় বাজারমূল্য শুরু হবে ১৪,০০০ থেকে

Nokia X6: Processor, RAM and storage

ফোনটি চলবে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে। ৪জিবি র‌্যাম ভার্সনের ফোনে পাওয়া যাবে ৩২ জিবি / ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ৬ জিবি র‌্যামের ভার্সনের ফোনে থাকবে ৬৪ জিবি স্টোরেজ। এক্সটারনাল মেমোরি কার্ড লাগাতে চাইলে Nokia X6  এর জন্য বরাদ্দ ২৫৬ জিবি।

Nokia X6: Camera, Battery

ফোনের পিছনের দিকে থাকবে লম্বালম্বি ভাবে F/অ্যাপারচারের ১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া পাওয়া যাবে, সাদা কালো ছবি তোলার জন্য পিছনের ৫ মেগাপিক্সেল ক্যামেরায় থাকবে F / ২.২ অ্যাপারচার লেন্স। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ রয়েছে ৩০৬০ এমএএইচ।

Nokia X6: OS

অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলবে এই ফোনটি। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড পি এসে গেলে Nokia X6  স্বয়ংক্রিয় ভাবেই কনভার্টেড হয়ে যাবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে।

Nokia X6: Price 

Nokia X6 ফোনটির দাম শুরু হবে ১৪,০০০ থেকে। র‌্যামের ওপরেই নির্ভর করবে মডেলের দাম। ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটির দাম হবে ১৬,৯৯৯ টাকা, এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবির দাম হতে পারে ১৮০০০ টাকা।

Nokia smartphone NOKIA 6X
Advertisment