ভারতে লঞ্চ হল Nothing Phone 2a । লঞ্চের সঙ্গে সঙ্গে বিরাট ঘোষণা করা হয়েছে কোম্পানির তরফে। এই ফোনে মিলবে তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট। আজ থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি কিনে নিন আপনার পছন্দের সেরা স্মার্টফোনটি।
ভারত সহ সারা বিশ্বে গতকাল লঞ্চ হয় Nothing Phone 2a আর আজ থেকে শুরু এই ফোনের বিক্রি। ফোনটি এখন পর্যন্ত কোম্পানির সবচেয়ে সস্তার ফোন। ফ্লিপকার্টে বিক্রি করা হবে Nothing Phone 2a। কম দাম এবং দুর্দান্ত ফিচারের কথা বিবেচনা করে এই ফোন যে ভারতের বাজারে Realme, Xiaomiকে টেক্কা দেবে তাতে সন্দেহ নেই। সেরা ডিজাইন আর কম দামের কারণে এই ফোনটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
এই ফোনে MediaTek 7200 Ultra চিপসেট রয়েছে এবং ভারতে এই ফোনের দাম 8GB/128GB- ভ্যারিয়েন্টের প্রারম্ভিক দাম 23,999 টাকা। অন্যদিকে 8GB/256GB স্টোরেজ মডেলটি 25,999 টাকায় বিক্রি হবে এবং 12GB/256GB মডেলটি আপনি কিনতে পারবেন 27,999 টাকায়।
Nothing Phone 2a এর ডিজাইন একেবারে অনন্য। পিছনে একটি গ্লাইফ ইন্টারফেস আছে বলে কোম্পানির পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছে। এই ফোন দুটি রঙে পাওয়া যাবে - কালো এবং সাদা। এছাড়া নতুন ফোনের ডিজাইনেও রয়েছে ম্যাট ফিনিশ।
Nothing Phone 2a তে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে । নতুন ফোনে রয়েছে MediaTek 7200 Ultra SoC এবং 12GB পর্যন্ত RAM। ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে৷ সামনে রয়েছে 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
সর্বোচ্চ 12GB ব়্যাম এবং 256GB UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। এতে পাবেন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। । মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। Glyph ইন্টারফেস ফিচারের সুবিধাও পাওয়া যাবে এই স্মার্টফোনেও পাবেন। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, 4G LTE, ব্লুটুথ, ওয়াইফাই এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট।