২৫ হাজার টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবছেন? এই ৫টি ফোন দেখে নিন, সেরা হতে পারে যে কোনও একটা।
স্মার্টফোন (Smartphone) কেনার কথা ভাবছেন? বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনবেন বলে ঠিক করেছেন? কোন মডেল কিনবেন ভেবে কনফিউশড? তাহলে জেনে নিন যে, ২৫ হাজার টাকার মধ্যে (Best Smartphones Under Rs 25K) এই মুহূর্তে বাজারের সেরা ৫ স্মার্টফোনের তালিকা। এই সব ফোনে আপনি একদিকে যেমন দুরন্ত প্রসেসর পাবেন, তেমনই আবার শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরাও পেয়ে যাবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
-iQOO Z7 Pro 5G-এর 8GB/128GB এবং 8GB/256GB স্টোরেজ ভেরিয়েন্ট Amazon-এ যথাক্রমে 23,999 টাকা এবং 24,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটিতে রয়েছে MediaTek Dimension 7200 5G প্রসেসর। 4600mAh ব্যাটারি এবং 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর।
-Nothing Phone (2a) 5G স্মার্টফোনের 8GB/128GB ভেরিয়েন্ট Flipkart-এ 23,999 টাকায় বিক্রি হচ্ছে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির কথা বলতে গেলে, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন 7200 প্রো প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং দুটি 50MP ক্যামেরা সেন্সর রয়েছে।
-Motorola Edge 40 Neo-এর 12 GB RAM / 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট Flipkart-এ 24,999 টাকায় বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimension 7030 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
-Redmi Note 12 Pro 5G এর দুটি ভেরিয়েন্ট 25 হাজার টাকার কম দামে পাওয়া যাবে। 8GB/128GB এবং 8GB/256GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 23,999 টাকা। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন 1080 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
-Realme 12 Pro 5G-এর 8 GB/128 GB স্টোরেজ ভেরিয়েন্ট 25 হাজার টাকার কম দামে পাওয়া যাবে। এই ভেরিয়েন্টটি Flipkart-এ 24,999 টাকায় কেনা যাবে। ফোনটিতে রয়েছে Snapdragon 6 Generation 1 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।