গাড়ির নম্বর প্লেট থেকে দুটি নম্বর মুছে গিয়েছে, মারাত্মক শাস্তির খাঁড়া ঝুলছে আপনার কপালে। আসুন জেনে নেওয়া যাক ট্রাফিক নিয়ম কী বলছে?
আজকাল ট্রাফিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানোর ফলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে। সেই সঙ্গে যদি আপনার গাড়ির নম্বর প্লেট সঠিক না হয়, তাহলেও সেক্ষেত্রেও চালান কাটা হতে পারে। আর জরিমানার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে।
অনেক সময় দীর্ঘদিন গাড়ি রাস্তায় চলার ফলে এর নম্বর প্লেট নষ্ট হয়ে যায় এবং এর কিছু সংখ্যা মুছে যায়। অনেকেই এই বিষয়টি নিয়ে সেভাবে মাথা ঘামান না। সেই নম্বর প্লেট নিয়েই রাস্তায় গাড়ি চালিয়ে যান।
আজকাল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহন মনিটরিং করা হচ্ছে। এই ক্যামেরাগুলি এতটাই শক্তিশালী যে সেগুলি থেকে নজর এড়িয়ে চলা খুবই মুসকিল। এখন প্রশ্ন হল গাড়ির নম্বর প্লেট আছে, কিন্তু তার কিছু সংখ্যা মুছে গেছে তাহলেও কী জরিমানার মুখে পড়তে হতে পারে? চলুন আজকে এই বিষয় সম্পর্কে জেনে নিই।
গাড়িকে শনাক্ত করার জন্য নম্বর প্লেট আবশ্যক। এটি কার নামে রয়েছে বা কোন আরটিও-র তা নম্বর প্লেটের মাধ্যমেই শনাক্ত করা যায়। খুব কম মানুষই জানেন যে নম্বর প্লেট ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলেও চালান কাটা হতে পারে। যদি নম্বর প্লেট না থাকে বা এর কিছু সংখ্যা মুছে গিয়ে থাকে তাহলেও বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে আপনাকে।
আরও পড়ুন- < Cyclone Remal: ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা আদৌ রোখা সম্ভব? ব্যাখ্যা দিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী >
নম্বর প্লেটের সাথে কারচুপির জন্য ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। মোটরভেহিকেল আইন অনুযায়ী গাড়ির নম্বর প্লেট সবসময় সঠিক থাকা একান্ত ভাবেই দরকার।
এই ভুলগুলোও এড়িয়ে চলুন
আরটিও থেকে প্রাপ্ত গাড়ির নম্বর প্লেটে কোন রকমের কারসাজি করা উচিত নয়। এর রঙ এবং আকার পরিবর্তন করা উচিত নয়। নম্বর প্লেট ভাঙলেও চালান কাটার বিধান রয়েছে । আপনার গাড়ির নম্বর প্লেট ভেঙে গেলে নতুন নম্বর প্লেটের জন্য আবার আবেদন করুন এবং ভাঙা নম্বর প্লেটটি বদলে নিন।