Advertisment

Oben Rorr Freedom Offer: প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১৫ পয়সা! ফ্রিডম অফারে পান ২৫ হাজারের ছাড়

রেঞ্জ নিয়ে টেনশন এখন অতীত, সিঙ্গেল চার্জে চলবে ১৮৭ কিমি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Oben Rorr, Oben electric, Oben Rorr price, Oben Rorr showroom Near me, Oben Rorr official website, Oben Rorr review, Oben Rorr vs Revolt 400, Oben Rorr electric bike price in india, , Oben Rorr showroom in Delhi, Oben Rorr battery price, Oben Rorr electric bike, Oben Rorr range, Oben Rorr charge time, electric bike, electric bike price, electric bike range, oben freedom offer, oben rorr freedom offer, electric bike offers, best range electric bike, high range electric bike

রেঞ্জ নিয়ে টেনশন এখন অতীত, সিঙ্গেল চার্জে চলবে ১৮৭ কিমি।

Oben Rorr Freedom Offer: রেঞ্জ নিয়ে টেনশন এখন অতীত, সিঙ্গেল চার্জে চলবে ১৮৭ কিমি। এমন বৈদ্যুতিক বাইক পাবেন মাত্র ১.২৫ লক্ষ টাকায়।
বৈদ্যুতিক বাইক কেনার সময় মাইলেজ নিয়ে চিন্তিত? তাহলে আপনি Oben Rorr-র কথা বিবেচনা করতে পারেন। কারণ নয়া এই ই-বাইক সিঙ্গেল চার্জে চলবে ১৮৭ কিলোমিটার দূরত্ব। স্বাধীনতা দিবস উপলক্ষে,রয়েছে ২৫ হাজার টাকা ছাড়।

Advertisment

১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওবেন ইলেকট্রিক তার ইলেকট্রিক বাইক Oben Rorr-এ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে। আপনি যদি একটি বৈদ্যুতিক বাইক কেনার পরিকল্পনা করেন, তাহলে এই অফারটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ওবেন রোর-এ 'ফ্রিডম অফার'-এর অধীনে এই ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, রেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ একবার ফুল চার্জে এই বাইকটি ১৮৭ কিলোমিটার পর্যন্ত চলে।

মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক বাইক Oberon Roar-র এক্স-শোরুম মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। ফ্রিডম অফারের অধীনে আপনি পাবেন ২৫ হাজার টাকা ছাড়। এই অফারে আপনি এই ফ্ল্যাগশিপ বাইকটি ১,২৪,৯৯৯ টাকায় (এক্স-শোরুম) কিনতে পারবেন। এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য।

আরও পড়ুন - < Ola Electric Bike: Ola ই-বাইকের জাদু! নাম মাত্র খরচে উপভোগ করুন ননস্টপ রাইড, দুর্দান্ত ফিচার্সের সঙ্গে পান সেরা ডিজাইন >

Oberon Roar-এর ব্যাটারির কথা বললে, এতে LFP (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি যে এই ব্যাটারিটি অন্যান্য ইভির তুলনায় দ্বিগুণ লাইফটাইমের সাথে আসে। Oben-এর ইলেকট্রিক বাইকটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। এটিতে একটি ৮-কিলোওয়াট মোটর রয়েছে, যা ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি দেবে। পারফরম্যান্স সম্পর্কে কথা বললে, একবার সম্পূর্ণ চার্জ হলে ওবেন রোর ১৮৭ কিলোমিটার (IDC রেঞ্জ) দূরত্ব অতিক্রম করতে পারে। এই ইলেকট্রিক বাইকটি মাত্র ২ ঘন্টায় শূন্য থেকে থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

Electric Vehicle Tech News
Advertisment