Advertisment

NASA: মানুষের অস্তিত্বের জন্য বিরাট হুমকি! মহাসমুদ্রে ঘটছে বড় পরিবর্তন, বিশ্বের উদ্বেগ বাড়াল নাসার ভিডিও

ভয়ঙ্কর এক ছবি শেয়ার করেছে নাসা, গ্রিনহাউস গ্যাসের কারণে বদলে যাচ্ছে মহাসাগর। পৃথিবীর জলাশয়ে গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব কতটা ভয়ঙ্কর তা এক ভিডিও-র মাধ্যমে সামনে এনেছে নাসা।

author-image
IE Bangla Tech Desk
New Update
"NASA,Climate change,greenhouse gases,greenhouse gases altering ocean,nasa climate change,greenhouse gases impact on ocean"

ভয়ঙ্কর এক ছবি শেয়ার করেছে নাসা, গ্রিনহাউস গ্যাসের কারণে বদলে যাচ্ছে মহাসাগর। পৃথিবীর জলাশয়ে গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব কতটা ভয়ঙ্কর তা এক ভিডিও-র মাধ্যমে সামনে এনেছে নাসা।

NASA: মানুষের অস্তিত্বের জন্য বিরাট হুমকি! মহাসমুদ্রে ঘটছে বড় পরিবর্তন, বিশ্বের উদ্বেগ বাড়াল নাসার ভিডিও।

Advertisment

ভয়ঙ্কর এক ছবি শেয়ার করেছে নাসা, গ্রিনহাউস গ্যাসের কারণে বদলে যাচ্ছে মহাসাগর। পৃথিবীর জলাশয়ে গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব কতটা ভয়ঙ্কর তা এক ভিডিও-র মাধ্যমে সামনে এনেছে নাসা।

গ্রিনহাউস গ্যাস পৃথিবীতে কতটা খারাপ প্রভাব ফেলে? মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি ভিডিও-র মাধ্যমে সে বিষয়ের উপর ফোকাস করেছে। নাসা সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য শেয়ার করেছে। নাসা লিখেছে, মানুষের ক্রিয়াকলাপের ফলে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস সমুদ্রে পরিবর্তন ঘটাচ্ছে। এই পরিবর্তনগুলি পৃথিবীতে প্রাণের জন্য বিপজ্জনক বলে প্রমাণিত হচ্ছে।

নাসা ক্যাপশনে লিখেছেন, যেহেতু পৃথিবীর ৭০ শতাংশ জলে আবৃত, তাই পৃথিবীতে জীবন ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখার জন্য মহাসাগরগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতদসত্ত্বেও মানুষের কর্মকাণ্ড থেকে ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস সাগরে পরিবর্তন ঘটাচ্ছে। NASA এর মতে, সংস্থাটি এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য একটি মিশনে কাজ করছে।

আরও পড়ুন - < Laptop heating problem: অতিরিক্ত গরম হচ্ছে ল্যাপটপ, ‘ছোট কাজে’ মুহূর্তেই প্রবলেম সলভ! >

নাসার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন, হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে আঁতকে উঠেছে । নাসার এই সতর্কবার্তায় উদ্বেগ প্রকাশ করছে মানুষ।

NASA Green House Gas
Advertisment