Ola Electric Bikes: Ola-লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক বাইক। বাজার জুড়ে তুঙ্গে উন্মাদনা।
ওলা ইলেকট্রিক ইতিমধ্যেই চারটি ইলেকট্রিক বাইক লঞ্চ করতে নিরন্তর কাজ করে চলেছে। এই ব্যাটারি চালিত বাইকগুলি ২০২৬-এর মধ্যেই লঞ্চ করা হবে বলে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। আপনি যদি এই বৈদ্যুতিক বাইকগুলির মধ্যে কোনটি কিনতে চান তবে বুকিং খোলা রয়েছে। এখানে কিভাবে বুক করবেন তা জানুন।
বাজারে ইতিমধ্যেই রয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার। ওলা এবার ইলেকট্রিক বাইক লঞ্চ নিয়ে ভাবনা-চিন্তা করছে। বেঙ্গালুরু ভিত্তিক EV কোম্পানি ওলা ২০২৬ সালে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে পারে বলেই রিপোর্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, ওলা ইলেকট্রিক বাইকের ডেলিভারি ২০২৬ থেকে শুরু হবে। সংস্থাটি ইতিমধ্যে একটি ইভেন্টে চারটি ভিন্ন ধরণের বৈদ্যুতিক বাইকের মডেল উপস্থাপন করেছে। আপনি যদি Ola এর প্রথম ইলেকট্রিক বাইক কিনতে চান তাহলে রিজার্ভেশন খোলা আছে।
আরও পড়ুন : < AC Tips For Rainy Season: প্রবল বর্ষাতেও দিব্যি চাঙ্গা থাকবে আপনার সাধের এসি, করুন কেবল এই কাজটি! >
Ola এর ইলেকট্রিক বাইক সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এর ব্যাটারি, রেঞ্জ এবং স্পেসিফিকেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ওলার চারটি আসন্ন বৈদ্যুতিক বাইকের নাম হল ডায়মন্ডহেড, রোডস্টার, অ্যাডভেঞ্চার এবং ক্রুজার। মিডিয়া রিপোর্ট অনুসারে, SEBI কে ওলা যে নথিতে দিয়েছে তাতে জানা গিয়েছে যে ওলা ইলেকট্রিক বাইকের ডেলিভারি ২০২৬ সালে শুরু হবে। আল্ট্রাভায়োলেট ইলেকট্রিক বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা এই ইলেকট্রিক বাইকগুলোর থাকবে বলেই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে।
Ola ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টের বৃহত্তম কোম্পানি। একই সঙ্গে ইলেকট্রিক বাইক লঞ্চ করে নিজেদের অবস্থান মজবুত করতে চায় কোম্পানিটি। আপনি যদি ওলার ইলেকট্রিক বাইক কিনতে চান তাহলে অনলাইনে বুক করতে পারেন। ওলা ইলেকট্রিকের অফিসিয়াল ওয়েবসাইটে রিজার্ভেশন খোলা আছে। এখানে আপনি আপনার প্রিয় ই-বাইক বুকিং করতে পারেন। মানুষের পছন্দের কথা মাথায় রেখে নতুন ইলেকট্রিক বাইকের ডিজাইন নিয়ে কাজ করছে সংস্থা।