Advertisment

Ola Electric Roadster: মাত্র ৯৯৯ টাকায় বুক করুন Ola Roadster বাইক! পুজোর আগে ধামাক অফারে চমকে দিল সংস্থা

Ola Electric Roadster: পুজোর আগেই বিরাট ঘোষণা ওলা ইলেকট্রিকের। মাত্র 999 টাকাতেই বুক করা যাবে ওলার নতুন ই-বাইক। সংস্থা সম্প্রতি ইলেকট্রিক মোটরসাইকেল রোডস্টার লঞ্চ করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
ola bike

Roadster ই-বাইক

Ola Electric Roadster: পুজোর আগেই বিরাট ঘোষণা ওলা ইলেকট্রিকের। মাত্র 999 টাকাতেই বুক করা যাবে ওলার নতুন ই-বাইক। সংস্থা সম্প্রতি ইলেকট্রিক মোটরসাইকেল রোডস্টার লঞ্চ করেছে। এই ই-বাইক মোট তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে – রোডস্টার, রোডস্টার প্রো এবং রোডস্টার এক্স। এখন কোম্পানি ঘোষণা করেছে মাত্র 999 টাকায় বুক করা যাবে Roadster ই-বাইক। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, টিএফটি টাচস্ক্রিন  ডিসপ্লে, অটো হিল-হোল্ড অ্যাসিস্টেন্স, ক্রুট্রিম ভয়েস অ্যাসিস্টেন্স, পার্কিং অ্যাসিস্ট এবং গ্রুপ নেভিগেশনের মতো বৈশিষ্ট্য।

Advertisment

তুঙ্গে চাহিদা, বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে চার সেরা গাড়ি ঝড় তুলেছে বাজারে

রোডস্টার 2.8 সেকেন্ডের মধ্যে 0-40 কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি প্রায় 124 কিমি/ঘন্টা। ওলা ইলেকট্রিক দাবি করেছে যে সিঙ্গেল চার্জে এর রেঞ্জ প্রায় 200 কিলোমিটার। এতে একটি 4.3 ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। এর জন্য বুকিং শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে এই বাইক ডেলিভারি করা হবে বলেও জানিয়েছে সংস্থা। এই মোটরসাইকেল সিরিজের Roadster-এর 2.5 kWh ব্যাটারি প্যাক ভেরিয়েন্টের দাম 1,04,999 টাকা, 4.5 kWh ভেরিয়েন্টের দাম 1,19,999 টাকা এবং 6 kWh ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা।

বছরের সেরা দুই ই-স্কুটার, মাইলেজ থেকে দাম-ফিচার্স কোনটি বেস্ট?

এই বৈদ্যুতিক মোটরসাইকেল সিরিজের রোডস্টার প্রো মাত্র 1.2 সেকেন্ডে 0.40 কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি প্রায় 194 কিমি/ঘণ্টা এবং সিঙ্গেল চার্জে রেঞ্জ প্রায় 579 কিমি। এতে 10 ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। Roadster Pro-এর 8 kWh ব্যাটারি ভেরিয়েন্টের দাম 1,99,999 টাকা এবং 16 KWH ব্যাটারি ভেরিয়েন্টের দাম 2,49,999 টাকা। এই বৈদ্যুতিক মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে আগামী বছরের দীপাবলির মধ্যে। 

Ola Electric Vehicle
Advertisment