Advertisment

Ola Electric Motorcycle: তিনটি বাইক লঞ্চ করল OLA, দুর্দান্ত লুকের সঙ্গে পান সেরা মাইলেজ, ফিচার্স

ইলেকট্রিক স্কুটারের পর ওলা ইলেকট্রিক এখন ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য তিনটি বাইক লঞ্চ করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ola Electric Bike, Ola Electric Bike Price, Ola Electric Motorcycle Price, ola electric bike launch, ola electric bike launch date, ola electric bike price in india, ola electric bike price in delhi, ola electric motorcycle launch

তিনটি বাইক লঞ্চ করল OLA, দুর্দান্ত লুকের সঙ্গে মিলবে সেরা মাইলেজ, ফিচার চমকে দেবে

Ola Electric Motorcycle: ইলেকট্রিক স্কুটারের পর ওলা ইলেকট্রিক এখন ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য রোডস্টার, রোডস্টার এক্স এবং রোডস্টার প্রো ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। এই বৈদ্যুতিক বাইকগুলিতে আপনি কী কী বৈশিষ্ট্য পাবেন এবং এই বাইকগুলি সম্পূর্ণ চার্জে কত কিলোমিটার চলবে? আসুন এই প্রতিবেদনে সবকিছু জেনে নেওয়া যাক।

Advertisment

ইলেকট্রিক স্কুটারের পর ওলা ইলেকট্রিক এখন ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। একটি বা দুটি নয়, কোম্পানি রোডস্টার সিরিজে তিনটি নতুন বাইক লঞ্চ করেছে, ওলা রোডস্টার, ওলা রোডস্টার এক্স এবং ওলা রোডস্টার প্রো।

ওলা ইলেকট্রিকের এই তিনটি ইলেকট্রিক বাইকের দাম কত এবং এই তিনটি বাইক একবার সম্পূর্ণ চার্জে কত কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ অফার করবে?

ভারতে ওলা রোডস্টারের দাম

এই বৈদ্যুতিক মোটরসাইকেলের 3.5kWh, 4.5kWh এবং 6kWh ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,04,999 টাকা (এক্স-শোরুম), 1,19,999 টাকা (এক্স-শোরুম) এবং 1,39,999 টাকা (এক্স-শোরুম)।

এই বাইকটি 0 থেকে 40 কিলোমিটার স্পিডে পৌঁছাতে মাত্র 2.2 সেকেন্ড সময় নেয় এবং এই বাইকের সর্বোচ্চ গতি 126kmph। কোম্পানির দাবি যে এই বাইকটি ফুল চার্জে 579 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করবে। এই বাইকটিতে 7 ইঞ্চি টাচস্ক্রিনও থাকবে এবং এই বাইকটিতে ডায়মন্ড কাট অ্যালয় হুইল থাকবে।

ওলা রোডস্টার এক্স

এই ইলেকট্রিক বাইকের তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে: 2.5kWh, 3.5kWh এবং 4.5kWh। এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 74,999 টাকা (এক্স-শোরুম), 84,999 টাকা (এক্স-শোরুম) এবং 99,999 টাকা (এক্স-শোরুম)।

এই বাইকটি 0 থেকে 40 কিলোমিটার স্পিডে পৌঁছাতে মাত্র 2.8 সেকেন্ড সময় নেবে এবং এই বাইকে 124kmph এর সর্বোচ্চ গতি পাবেন। কোম্পানির দাবি এই বাইকের ব্যাটারি একবার ফুল চার্জে 200 কিলোমিটার পর্যন্ত চলবে।

এই বাইকটিতে 18 ইঞ্চি অ্যালয় হুইল সহ একটি ছোট 4.3 ইঞ্চি টাচস্ক্রিন থাকবে। এই বাইকের বুকিং শুরু হয়েছে তবে এই বাইকের ডেলিভারি আগামী বছরের জানুয়ারি 2025 থেকে শুরু হবে।

ভারতে ওলা রোডস্টার প্রো দাম

এই ইলেকট্রিক বাইকের দুটি ভেরিয়েন্ট, 8kWh এবং 16kWh, লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,99,999 টাকা (এক্স-শোরুম) এবং 2,49,999 টাকা (এক্স-শোরুম) আপনি আজই এই বৈদ্যুতিক বাইকটি বুক করতে পারেন তবে এই বাইকের ডেলিভারি আগামী বছরের দীপাবলি থেকে শুরু হবে৷

এই বাইকটি মাত্র 1.2 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার স্পিডে পৌঁছাতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি 194kmph। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই বাইকের ব্যাটারি 579 কিলোমিটার পর্যন্ত চলবে। এই বাইকটিতে ADAS এবং 10 ইঞ্চি টাচস্ক্রীনের মত বৈশিষ্ট্য পাওয়া যায়।

Ola Electric Vehicle
Advertisment