Ola electric scooter: জ্বালানির জ্বালায় নাস্তানাবুদ মানুষজন। পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। এখন মানুষ ব্যাটারি চালিত স্কুটার বা চারচাকার দিকে বেশি ঝুঁকেছে। এতে গতি আনতে জুলাই মাস জুড়ে বিরাট ছাড়ের কথা জানিয়েছে ওলা। সংস্থা তাদের ইলেকট্রিক স্কুটারের উপর দিচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
গত মাসে, ওলা ইলেক্ট্রিক স্কুটারের বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ১০৭ শতাংশ। বড় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিগুলির মধ্যে, ওলা ইলেকট্রিক জুলাই মাসে তাদের বৈদ্যুতিক স্কুটারগুলিতে বড় ছাড়ের ঘোষণা করেছে। কোম্পানি S1 Pro, S1 Air, S1 X এবং S1 X+ বৈদ্যুতিক স্কুটারগুলির উপর চলতি মাসে দিচ্ছে ২০হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।
আরও পড়ুন - < TATA and BSNL Deal: TATA-BSNL চুক্তি! বুকে কাঁপুনি ধরল Jio-Airtel-র! প্রতি কোণায় এবার মিলবে হাইস্পিড ডেটা >
কোম্পানির S1 Air এবং S1 Pro-মডেলে গ্রাহকরা পাবেন ১৫ হাজার টাকার ছাড়। S1 Air এর দাম প্রায় ১.০১ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং S1 প্রো এর দাম প্রায় ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এছাড়াও S1-এ ১২৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে এর দাম ৭৫ হাজার টাকা থেকে শুরু। সিঙ্গেল চার্জে 190 কিলোমিটার পথ যেতে সক্ষম এই ই-স্কুটার। Ola Electric-এর S1 X+-এ সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড় রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে 3 কিলোওয়াট ব্যাটারি রয়েছে। এই স্কুটার সিঙ্গেল চার্জে 151 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর দাম প্রায় ৮৫০০০টাকা (এক্স-শোরুম)।