/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_2d409a.jpg)
সস্তায় ওলা ইলেকট্রিক স্কুটার কেনার এই সুযোগকে কোনভাবেই হাতছাড়া করবেন না।
কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কমানো দামের সুবিধা শুধুমাত্র ফেব্রুয়ারির শেষ পর্যন্ত দেওয়া হচ্ছে।
ওলা তার ইলেকট্রিক স্কুটারের দাম অনেকটাই কমিয়েছে। আপনি যদি ওলা ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই ই-স্কুটার কেনার সেরা সুযোগ। কোম্পানি ঘোষণা করেছে এই অফারটি সীমিত সময়ের জন্য। যেসকল মডেলের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে Ola S1 X+, Ola S1 Pro, Ola S1 Air
সস্তায় ওলা ইলেকট্রিক স্কুটার কেনার এই সুযোগকে কোনভাবেই হাতছাড়া করবেন না। চলতি মাসে কোম্পানি ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে ২৫ হাজার টাকার ছাড়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই দামের সুবিধা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই পাবেন ক্রেতারা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছেন কোম্পানির সিইও ভবিশ আগরওয়াল।
Ola S1 X+ এই মডেলের দাম ছিল এক লক্ষ ৯ হাজার টাকা। অফারের আওতায় ক্রেতারা এই মডেলটি কিনতে পাবেন মাত্র ৮৪,৯৯৯ টাকায়। অপরদিকে Ola S1 Air-এর দাম ১.১৯ লক্ষ টাকা থেকে কমে হয়েছে ১.০৫ লক্ষ টাকা।
You asked, we delivered! We’re reducing our prices by upto ₹25,000 starting today for the month of Feb for all of you!! Breaking all barriers to #EndICEage!
Valentine’s Day gift for all our customers 🙂❤️🇮🇳 pic.twitter.com/oKFAVzAWsC— Bhavish Aggarwal (@bhash) February 16, 2024
Ola Electric এর জনপ্রিয় স্কুটার Ola S1 Pro এর দামও কমানো হয়েছে। এই স্কুটারটি এখন ১৮ হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এর দাম আগে ছিল ১.৪৮ লক্ষ টাকা। এখন ডিসকাউন্টের পর দাম ১.৩০ লক্ষ টাকা। ওলা ইলেকট্রিক জানিয়েছে সংস্থা ২০২৪ সালের এপ্রিলের মধ্যে সারা দেশে তার নেটওয়ার্ক ৫০% প্রসারিত করবে।