আপনি কী সস্তায় একটি OnePlus স্মার্টফোনের সন্ধান করছেন? তাহলে এখনই OnePlus-এর 11R 5G মডেলে পেয়ে যায় বিরাট ছাড়। Flipkart-এ বাম্পার ডিসকাউন্ট অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে OnePlus-এর নয়া এই 5G মডেল।
আপনি OnePlus স্মার্টফোন পছন্দ করেন? পয়লা বৈশাখের আগেই হাতে চান ব্র্যাণ্ডের একটি নতুন স্মার্টফোন? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। OnePlus 11R 5G-এর উপর রয়েছে বিরাট ছাড়। ৮ হাজার টাকার বেশি বাঁচাতে পারবেন আপনি।
ভারতীয় স্মার্টফোনের বাজারে OnePlus-এর বড় সংখ্যায় ইউজার রয়েছেন। আপনি যদি OnePlus-এর একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। বর্তমানে OnePlus-এর দুর্দান্ত স্মার্টফোন Oneplus 11R 5G-তে রয়েছে বিরাট ডিসকাউন্ট।
Oneplus 11R 5G গত বছরের ফেব্রুয়ারিতে OnePlus লঞ্চ করেছিল। এক বছরের পুরানো হওয়া সত্ত্বেও, এই ফোনটি তার সেগমেন্টের দিন থেকে অন্যান্য ব্র্যান্ডের এই রেঞ্জের স্মার্টফোনের সঙ্গে আজও প্রতিযোগিতায় টিকে রয়েছে। এর ডিসপ্লেতে একটি AMOLED প্যানেল রয়েছে এবং এতে স্ন্যাপড্রাগন 8+ প্রসেসর রয়েছে। এখনই যদি আপনি এই মডেলটি কিনতে চান তাহলে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন।
Oneplus 11R 5G-তে যে ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে তা ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ দেওয়া হচ্ছে। Oneplus-এর 11R 5G-এর বর্তমান দাম ৪৪,৯৯৯ টাকা। এই ফ্ল্যাগশিপ ফোনের উপর রয়েছে ১৮ শতাংশ বাম্পার ডিসকাউন্ট অফার। ডিসকাউন্ট অফারের অধীনে আপনি ৮ হাজার টাকার বেশি সঞ্চয় সহ মাত্র ৩৬,৮২২ টাকায় মডেলটি কিনতে পারবেন।
আপনি যদি HDFC ব্যাঙ্কের কার্ড থেকে ১২ মাসের ইএমআইতে Oneplus 11R 5G কিনেন, তাহলে আপনি পাবেন ১৫০০ টাকার তাত্ক্ষণিক ছাড়। ব্যাঙ্ক অফার ছাড়াও, কোম্পানি তার গ্রাহকদের ৩১২৬ টাকার অতিরিক্ত ডিসকাউন্টও দিচ্ছে।
OnePlus 11R 5G ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল সংস্থা । স্মার্টফোনটিতে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটিতে 120Hz এর রিফ্রেশ রেট এবং 1450 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা সহ একটি AMOLED প্যানেল রয়েছে। Oneplus 11R 5G-এ আপনি শক্তিশালী পারফরম্যান্স পেতে চলেছেন। এতে কোম্পানি Qualcomm SM8475 Snapdragon 8+ Gen 1 প্রসেসর দিয়েছে। এই স্মার্টফোনটি Android 13 এ চলে। এতে 18GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের পিছনের প্যানেলে একটি 50+8+2 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটিতে রয়েছে OIS সাপোর্ট। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 16MP ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K রেকর্ডিং করতে পারবেন। কোম্পানি Oneplus 11R 5G-এ সমস্ত কানেক্টিভিটি অপশন দিয়েছে। এতে Wi-Fi 802.11, Bluetooth 5.3, USB Type-C 2.0 এর জন্য সমর্থন রয়েছে। স্মার্টফোনটিকে পাওয়ার জন্য, এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে কোম্পানি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করেছে।