Advertisment

OnePlus 12 and OnePlus 12R Launch : চলতি মাসেই লঞ্চ, অবাক করা ফিচার চমকে দেবে!

একটি ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে সেরা ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
OnePlus 12 series

OnePlus 12R এবং OnePlus 12 (চিত্র ক্রেডিট: OnePlus)

 

Advertisment

নতুন বছরে OnePlus লঞ্চ করতে চলেছে দুটি প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12 এবং OnePlus 12R। চলতি মাসেই বাজারে আসতে চলেছে এই দুটি স্মার্টফোন। OnePlus 12 এবং OnePlus 12R সংক্রান্ত কোম্পানির প্রকাশিত টিজার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুটি প্রিমিয়াম স্মার্টফোন আগামী 23 জানুয়ারি লঞ্চ হতে চলেছে। OnePlus 12 এবং OnePlus 12R এর লঞ্চিং ইভেন্ট 23 জানুয়ারি সন্ধ্যা 7.30 টায় শুরু হবে।

OnePlus 12-এ, ফটোগ্রাফির জন্য রয়েছে একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে, ব্যবহারকারীরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 50MP, সেকেন্ডারি ক্যামেরা হবে 48MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 64MP 3x জুম সহ টেলিফটো ক্যামেরা থাকবে এই ফোনে। সেলফি এবং ভিডিও কলিং ব্যবহারকারীরা পাবেন 32MP ক্যামেরা। স্মার্টফোনটিতে থাকবে 5400 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

যদি আমরা OnePlus 12R-এর বৈশিষ্ট্যগুলির কথা বলি, এতে ফটোগ্রাফির জন্য 50-মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এর মধ্যে কোম্পানি একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও দিয়েছে। এতে ব্যবহারকারীরা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। কোম্পানি এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দিতে পারে। এতে ব্যবহারকারীরা 100 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5500 mAh ব্যাটারি।

OnePlus দাবি করেছে যে 12R-এ একটি অত্যাধুনিক স্ক্রিন থাকবে যা সরাসরি LTPO ProXDR ডিসপ্লের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ফোনটি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সহ আসবে, যার মানে রিফ্রেশ রেটগুলির মধ্যে স্যুইচ করলেও এর ব্যাটারি নষ্ট হবে না।

OnePlus 12R-এ একটি 6.74 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এটিতে 12GB থেকে 16GB RAM, 256GB স্টোরেজ, একটি Snapdragon 8 Gen 2 চিপসেট এবং একটি ট্রিপল লেন্স ক্যামেরা থাকবে।

OnePlus 12R-এ f/1.8 অ্যাপারচার এবং OIS সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সামনে f/2.4 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

6.7 ইঞ্চি কার্ভ ProXDR ডিসপ্লে, 120hz রিফ্রেস রেট, 1.5K রেজোলিউশন এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস। থাকছে লেটেস্ট Snapdragon 8 Gen 2 চিপসেট যা 16GB ব়্যাম সাপোর্ট করতে পারে। ওয়ানপ্লাস এস 3-এ রয়েছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম।
অন্যান্য ফিচার্স রয়েছে 5G, 4G সাপোর্ট, USB টাইপ-সি কানেক্টিভিটি, ডুয়াল স্টিরিও স্পিকার, ব্লুটুথ, ওয়াইফাই এবং এলার্ট স্লাইডার।

oneplus
Advertisment