Advertisment

Oneplus Smartphone: Oneplus প্রিমিয়াম স্মার্ট ফোনে ১০ হাজারের বিরাট ছাড়, অফারে চমকে উঠবেন

OnePlus-এর তালিকায় সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হল Oneplus 12। আপনার জন্য সুখবর হল এই লেটেস্ট স্মার্টফোনে দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Oneplus 12, Oneplus 12 Offer, Oneplus 12 Discount, Oneplus 12 Discount Offer, Oneplus 12 Price drop, Oneplus 12 Price cut, Oneplus 12 Flipkart Offer, discount On Oneplus 12, Oneplus 12 Latest Offer, Oneplus 12 price reduced

Oneplus প্রিমিয়াম স্মার্ট ফোনে ১০ হাজারের বিরাট ছাড়

Oneplus Smartphone: স্মার্টফোন নির্মাতা সংস্থা ওয়ানপ্লাস মাত্র কয়েক বছরে স্মার্টফোনের বাজারে একটি বড় অং শ দখল করেছে। OnePlus-এর তালিকায় সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হল Oneplus 12। আপনার জন্য সুখবর হল এই লেটেস্ট স্মার্টফোনে দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট অফার।

Advertisment

Oneplus 12-এ বড় ডিসকাউন্ট অফার

Oneplus 12-এর 256GB ভেরিয়েন্ট বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ 64,999 টাকা মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। আপনি এখন এটি কিনলে, আপনাকে এই মূল্যের চেয়ে অনেক কম দিতে হবে। Flipkart বর্তমানে এই ফোনে গ্রাহকদের 14% ছাড় দিচ্ছে।

একটি ফ্ল্যাট ডিসকাউন্ট অফারের সাথে, আপনি মাত্র 55,490 টাকা মূল্যে Oneplus 12 কিনতে পারেন। আপনি এই অফারে সরাসরি 9207 টাকা বাঁচাতে পারবেন। ডিসকাউন্ট অফার এখানেই শেষ নয়, আপনি এই ফোনে কিছু ব্যাঙ্ক অফারও পাবেন।

আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনি 2000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও আপনি Flipkart Axis Bank কার্ডে 5% ক্যাশব্যাক পাবেন।

Oneplus 12 মডেলে আপনি 6.82 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাবেন। ডিসপ্লেতে LTPO Amoled প্যানেল দেওয়া হয়েছে। ডিসপ্লেতে, আপনি 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং HDR10+ এর বৈশিষ্ট্য পাবেন। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2 দেওয়া হয়েছে। OnePlus 12 অ্যান্ড্রয়েড 14-তে চলে। রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এতে আপনাকে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত বড় স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন - < Redmi Smartphone: লঞ্চের পরই ঝড়ের বেগে বিক্রি! সাত হাজারের কমে Redmi-র স্মার্টফোন বাজার কাঁপিয়ে দিল >

ফটোগ্রাফির জন্য, এটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যাতে আপনি একটি 50+64+48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে একটি 5400mAh ব্যাটারি রয়েছে। সেই সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ।

oneplus Tech News
Advertisment